<p><br></p>
০৩ এপ্রিল ২০২৫, বৃহস্পতিবার, ০৪:০৫:০৪ অপরাহ্ন


ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব হাজীগঞ্জ (ডুসাহ)-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
ক্যাম্পাস প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ১৯-০৩-২০২৫
ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব হাজীগঞ্জ (ডুসাহ)-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত


ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজীগঞ্জ উপজেলার শিক্ষার্থীদের সংগঠন ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব হাজীগঞ্জ (ডুসাহ)-এর উদ্যোগে গত সোমবার (১৭ই মার্চ ২০২৫) এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের ৬০৭১ নাম্বার রুমে আয়োজিত এই অনুষ্ঠানে সংগঠনের বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ শাহ মিরান, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সহ-সভাপতি নিজাম উদ্দিন রিপন, মো. সানাউল্লাহ (Founder, Glorious Consultancy), ঢাবিস্থ চাঁদপুর জেলার শিক্ষার্থীদের সংগঠন “ডাকাতিয়া—ঢাবিতে এক খণ্ড চাঁদপুর” এর সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কাদের শিমুল।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ডুসাহ-এর বর্তমান সভাপতি মাহমুদুল হাসান তিতাস, এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক রানা হোসেন। অতিথিরা তাদের বক্তব্যে হাজীগঞ্জ উপজেলার শিক্ষার্থীদের ঐক্য, পারস্পরিক সহযোগিতা ও উচ্চশিক্ষায় আরও অগ্রসর হওয়ার গুরুত্ব তুলে ধরেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, হাজীগঞ্জ উপজেলার শিক্ষার্থীদের উন্নয়নে ও পারস্পরিক সংযোগ বৃদ্ধি করতে ডুসাহ সব সময় কাজ করে যাবে। পাশাপাশি ভবিষ্যতেও এমন আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে সৌহার্দ্য ও সহযোগিতার সম্পর্ক আরও দৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

ডুসাহ-এর পক্ষ থেকে জানানো হয়, সংগঠনটি ভবিষ্যতেও শিক্ষার্থীদের কল্যাণে এমন আয়োজন অব্যাহত রাখবে।

শেয়ার করুন