<p><br></p>
১২ মার্চ ২০২৫, বুধবার, ০৭:৫৪:০২ পূর্বাহ্ন


কুমিল্লা নগরীর ২৭নং ওয়ার্ড বিএনপির সম্মেলন অনুষ্ঠিত
এম আর রানা, কুমিল্লা
  • আপডেট করা হয়েছে : ০২-০২-২০২৫
কুমিল্লা নগরীর ২৭নং ওয়ার্ড বিএনপির সম্মেলন অনুষ্ঠিত


কুমিল্লা সিটি কর্পোরেশনের ২৭নং ওয়ার্ড বিএনপির সম্মেলন বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) নগরীর চৌয়ারা হাই স্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে  প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক হাজী আমিন উর রশিদ ইয়াছিন। 

এ সময় নগরীর চৌয়ারা বাজারের সড়ক দিয়ে মিছিলে-স্লোগানে উজ্জীবিত নেতাকর্মীদের স্রোত জনসভাস্থলে দেখা গেছে। সম্মেলনকে কেন্দ্র করে নেতাকর্মীদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে।



সম্মেলন উদ্বোধন করেন মহানগর বিএনপির আহবায়ক উৎবাতুল বারী আবু। 

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মহানগর বিএনপির সদস্য সচিব ইউসুফ মোল্লা টিপু। ২৭নং ওয়ার্ড বিএনপির সম্মেলনে মোঃ রফিকুল ইসলামকে সভাপতি ও  জাকির হোসেন মজুমদার রায়হানকে সাধারণ সম্পাদক

হিসেবে  ঘোষণা করা হয়। 


সম্মেলনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক শহিদুল্লাহ রতন,শওকত আলী বকুল,আব্দুল জলিল প্রমুখ।


 এসময় ওয়ার্ড বিএনপি'র যুগ্ম আহবায়ক মোঃ মনিরুল হক,ওমর ফারুক,ডাঃ নুরুল আমিন হানিফ মিয়া,আমিনুল ইসলাম রিপন,আক্তার খান,শাহজাহান মাস্টার,মোতাহের হোসেন সহ,যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


শেয়ার করুন