<p><br></p>
সম্প্রতি ঢাকার পান্থপথে ভারতের চণ্ডীগড় বিশ্ববিদ্যালয় কর্তৃক ক্যারিয়ার কাউন্সেলিং ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনাড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চন্ডীগড় বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল রিলেশন ডিপার্টমেন্টের সিনিয়র ম্যানেজার ভাস্কর রয় ।
সেমিনারে শিক্ষার্থীদের জন্য ৫০% স্কলারশিপের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সুযোগ সুবিধার ব্যাপারে বিস্তারিত আলোচনা করা হয়। উক্ত আয়োজনে আরও উপস্থিত ছিলেন চন্ডীগড় বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ প্রতিনিধি জনাব মো: সানাউল্লাহ। শিক্ষার্থী এবং তাদের পরিবারবর্গ এমন আয়োজনে সন্তুষ্টি প্রকাশ করে।
উল্লেখ্য, চন্ডীগড় বিশ্ববিদ্যালয়ের পূর্ববর্তী সমাবর্তন অনুষ্ঠানে বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস উপস্থিত ছিলেন।
চণ্ডীগড় বিশ্ববিদ্যালয় (সিইউ) ভারতের মোহালিতে অবস্থিত একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় । বিশ্ববিদ্যালয়টি ১০ জুলাই ২০১২ সালে যাত্রা শুরু করে।
বর্তমানে চন্ডীগড় বিশ্ববিদ্যালয়ের ওয়ার্ল্ড র্যাংকিংয়ে ৬৬৯-৭০০ তে রয়েছে।