<p><br></p>
লেবাননের
যোদ্ধাগোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতির প্রসঙ্গে বৈঠকে বসছে ইসরাইলের মন্ত্রিসভা। স্থানীয় সময় মঙ্গলবার যুদ্ধকালীন ক্যাবিনেটের মন্ত্রীদের নিয়ে এই বৈঠকটি হওয়ার
কথা রয়েছে। গণমাধ্যমের খবর অনুযায়ী হিজবুল্লাহকে প্রাথমিকভাবে ৬০ দিনের একটি
যুদ্ধবিরতির প্রস্তাব করা হয়েছে। পাশাপাশি লেবাননের ভূখণ্ড থেকে নিজেদের সৈন্য প্রত্যাহার করবে ইসরাইল।
বিনিময়ে আন্তর্জাতিক সীমান্তের প্রায় ৩০ কিলোমিটার (১৮
মাইল) উত্তরে লিটানি নদীর দক্ষিণাঞ্চল থেকে সরে আসবে হিজবুল্লাহ এবং সেখানে লেবানিজ সেনা সদস্য মোতায়েন করা হবে। এ খবর দিয়েছে
অনলাইন বিবিসি। এতে বলা হয়, হিজবুল্লাহর সঙ্গে দ্বন্দ্ব কমিয়ে এনে যুদ্ধবিরতিতে প্রস্তাবিত বিষয়গুলো নিয়ে বৈঠক করতে যাচ্ছে ইসরাইলের যুদ্ধকালীন মন্ত্রীদের ক্যাবিনেট।
কূটনীতিক সূত্রের তথ্য বলছে, হিজবুল্লাহ-ইসরাইল যুদ্ধবিরতি খুব কাছাকাছি রয়েছে। তবে এখনও চূড়ান্ত হয়নি। এই যুদ্ধবিরতির আলোচনার
মধ্যেও থেমে নেই ইসরাইলি হামলা। লেবানন কর্তৃপক্ষ জানিয়েছে দেশটির দক্ষিণাঞ্চলে হামলা চালিয়ে ইসরাইল কমপক্ষে ৩১ জন মানুষ
হত্যা করেছে। তবে সাধ্যমতো পাল্টা জবাব দিচ্ছে হিজবুল্লাহর যোদ্ধারা।