২৮ এপ্রিল ২০২৪, রবিবার, ০৭:০১:২৩ অপরাহ্ন
শিরোনাম :
দেশের প্রধান দুই শত্রু বিএনপি আর ডেঙ্গু: ওবায়দুল কাদের মিয়ানমারের নাগরিকের সহযোগিতায় মানব পাচার পাকুন্দিয়া প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী দেশবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন নবাব আলী হাসিব খান বানভাসি মানুষের পাশে মুগদা থানা ইমাম উলামা পরিষদের পক্ষ থেকে সেক্রেটারি মুফতি শফিকুল ইসলাম মাজহারীর নগদ অর্থ বিতরণ আদালত কর্তৃক উজ্জ্বল মিয়াজী হত্যা মামলার ৪ আসামির জামিন আবারও না মঞ্জুর ৩ জেলায় উজ্জ্বল মিয়াজী হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ নৌ পুলিশ ও ডাকাতদলের মধ্যে গোলাগুলির আহত ৪, আটক ১ ব্যবসায়ী উজ্জ্বল মিয়াজী হত্যাকান্ডে জড়িতরা প্রশাসনের নাকের ডগায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে বাবলা ডাকাত ও কবিরখালাশীকে ধরিয়ে দিতে পারলে ২ লাখ টাকা পুরস্কার


ব্রুনাইয়ে ধর্ষণের দায়ে বাংলাদেশির ২৫ বছরের কারাদণ্ড
স্টাফ রিপোর্টারঃ আঃ কাদের
  • আপডেট করা হয়েছে : ২৯-১২-২০২১
ব্রুনাইয়ে ধর্ষণের দায়ে বাংলাদেশির ২৫ বছরের কারাদণ্ড


ব্রুনাইয়ে ধর্ষণের দায়ে এক প্রবাসী বাংলাদেশিকে ২৫ বছরের কারাদণ্ডাদেশ ও ২০টি বেত্রাঘাতের নির্দেশ দিয়েছে দেশটির উচ্চ আদালত। সাজাপ্রাপ্ত ওই বাংলাদেশির নাম মো. শাব আলী। তার বিরুদ্ধে অভিযোগ, সে ১২ বছর বয়সী মানসিক প্রতিবন্ধী এক কিশোরীকে ধর্ষণ করেছে। 

গতকাল মঙ্গলবার ব্রুনাই উচ্চ আদালত এই রায় ঘোষণা করেন। দেশটির সংবাদ মাধ্যম ব্রুনাই বুলিটিন এই খবর প্রচার করেছে। 

খবরে বলা হয়েছে, মো. শাব আলী নামে ওই বাংলাদেশি প্রবাসী দেশটিতে পরিচ্ছন্নতা কর্মীর কাজ করতেন। একটি বাড়ি থেকে ময়লা সংগ্রহ করার সময়ে মানসিক প্রতিবন্ধী ওই কিশোরীকে ফুসলিয়ে ধর্ষণ করে।

আদালতে যুক্তি তর্কের পরে বিচারক তার বিরুদ্ধে আনিত অভিযোগ প্রমাণিত হয়েছে বলে এই সাজা ঘোষণা করেন। বিচারক হাজি আবদুল্লাহ সোয়েফরি বলেছেন, আসামিরও অধিকার রয়েছে যৌন নির্যাতনের সাজার বিরুদ্ধে নিজেকে রক্ষা করার। বিচারক জনসাধারণের সুরক্ষা এবং আদালতের নিয়মের ওপর জনগণের আস্থা রাখার জন্য প্রতিপক্ষকে নিজেকে প্রতিরোধের জন্য প্রয়োজনীয় সমর্থন দিয়েছেন।

উল্লেখ্য, এই ধর্ষণের ঘটনাটি ঘটে চলতি বছরের ১৪ জুলাই মাসে। ওই দিন সকালে কিশোরীকে স্কুলে নিয়ে যাওয়ার জন্য তৈরি হচ্ছিলেন তার দাদা। কিন্তু হঠাৎ করেই ওই কিশোরীকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। এরপর আসামিসহ স্কুলের ইউনিফর্মে কিশোরীকে বাড়ির দরজার কাছে পড়ে থাকতে দেখেন তার দাদা।

ওই সময় দ্রুত গৃহকর্মীর সাহায্য চান তিনি যেন আসামি ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে না পারে। সঙ্গে সঙ্গে তিনি কিশোরীর বাবাকে ফোন করে ঘটনা খুলে বলেন। পরে তার বাবা-মা বাড়িতে এসে তাকে পরীক্ষা করে দেখেন। এর পরেই পুলিশে রিপোর্ট করা হয় এবং ২২ জুলাই আসামিকে গ্রেফতার করা হয়।

শেয়ার করুন