২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার, ১১:৪৩:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
দেশের প্রধান দুই শত্রু বিএনপি আর ডেঙ্গু: ওবায়দুল কাদের মিয়ানমারের নাগরিকের সহযোগিতায় মানব পাচার পাকুন্দিয়া প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী দেশবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন নবাব আলী হাসিব খান বানভাসি মানুষের পাশে মুগদা থানা ইমাম উলামা পরিষদের পক্ষ থেকে সেক্রেটারি মুফতি শফিকুল ইসলাম মাজহারীর নগদ অর্থ বিতরণ আদালত কর্তৃক উজ্জ্বল মিয়াজী হত্যা মামলার ৪ আসামির জামিন আবারও না মঞ্জুর ৩ জেলায় উজ্জ্বল মিয়াজী হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ নৌ পুলিশ ও ডাকাতদলের মধ্যে গোলাগুলির আহত ৪, আটক ১ ব্যবসায়ী উজ্জ্বল মিয়াজী হত্যাকান্ডে জড়িতরা প্রশাসনের নাকের ডগায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে বাবলা ডাকাত ও কবিরখালাশীকে ধরিয়ে দিতে পারলে ২ লাখ টাকা পুরস্কার


শাবির আরো ৫ শিক্ষার্থী নিয়োগ পেলেন ফেসবুক,গুগল ও অ্যামাজনে।
ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ০১-১১-২০২১
শাবির আরো ৫ শিক্ষার্থী নিয়োগ পেলেন ফেসবুক,গুগল ও অ্যামাজনে।


সামাজিক যোগাযোগ মাধ্যম জনপ্রিয় ফেসবুক,টেক জায়ান্ট গুগল ও ই-কমার্স জায়ান্ট অ্যামাজনে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে নিয়োগ পেয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী। তারা সবাই শাবিপ্রবির কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের ছাত্র। এদের মধ্যে সাকিবুল মাওলা ও সাজিদ শাহরিয়ার তুমান বিশ্ববিদ্যালয়ের ২০১১-১২ সেশনের শিক্ষার্থী। তারা দু'জন ফেসবুকের ইউরোপের প্রধান সদর দপ্তর লন্ডনে নিয়োগ পেয়েছেন। অন্যদিকে ইভান হোসেন ২০১১-১২ সেশন এবং তন্ময় কৃষ্ণ দাস-২০১৫-১৬ সেশনের ছাত্র। তারা দু'জন গুগলের আয়ারল্যান্ডের ডাব্লিন সদর দপ্তরে নিয়োগ পেয়েছেন। এদিকে ২০১১-১২ সেশনের ছাত্র খায়রুল্লা গৌরব নিয়োগ পেয়েছেন ই-কমার্স জায়ান্ট অ্যামাজনে। আজ সোমবার সকালে ইভান হোসেন ও তন্ময় কৃষ্ণ দাস দৈনিক তরুণ কন্ঠ প্রত্রিকার বিশ্বখ্যাত এই প্রতিষ্ঠানগুলোতে তাদের চাকরি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। চাকরি পাওয়ার পরেই তা দ্রুত ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।বিভাগের শিক্ষক, সহপাঠী, সতীর্থদের অভিনন্দনের বন্যায় ভাসছেন এই পাঁচ মেধাবী তরুণ। তন্ময় কৃষ্ণ দাস বলেন,গত সপ্তাহে গুগলের আয়ারল্যান্ডের ডাব্লিন সদর দপ্তর থেকে নিয়োগপত্র পাঠিয়েছে। সব কিছু ঠিকঠাক থাকলে মার্চে জয়েন করবো। গুগলে সুযোগ পাওয়ার পেছনের গল্প জানতে চাইলে তন্ময় বলেন,গুগল কর্তৃপক্ষ তিনটি ধাপে আমাকে যাচাই করেছে। প্রথমত, সিভি দেখে সাক্ষাৎকারে ডাক দেয়,দ্বিতীয়ত, প্রোগ্রামিং দক্ষতা যাচাই। এই ধাপও অতিক্রম করার পর অনসাইট সাক্ষাৎকারের সুযোগ দেওয়া হয়, যেটিতে মূলত ৫টি ধাপ থাকে। এতে চারটি কোডিং, একটি লিডারশিপ দক্ষতা যাচাই। সবগুলো ধাপ ভালভাবে অতিক্রম করতে পেরেছি। তিনি বলেন,গুগলের মতো একটা টেক জায়ান্ট প্রতিষ্ঠানে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে নিয়োগ পেয়ে সত্যিই খুব ভালো লাগছে। আমাদের দেশের অনেক শিক্ষার্থী আছে যারা গুগল, ফেসবুক, অ্যামাজনে চাকরি করার মতো যোগ্যতা রয়েছে। তবে সঠিক গাইডলাইন না থাকার কারণে তারা সেখানে যেতে পারছে না।এসব শিক্ষার্থীদের জন্য ভবিষ্যতে কাজ করবো যাতে তারা সঠিক গাইডলাইন পায়। উল্লেখ্য,গত সপ্তাহে শাবিপ্রবির কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের ২০১৩-১৪ সেশনের ছাত্র মওদুদ আহমেদ শাহরিয়ার ও এম. নাজিম উদ্দিন ফেসবুকের ইউরোপের প্রধান সদর দপ্তর লন্ডনে নিয়োগ পেলেন।

শেয়ার করুন