২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার, ১০:৩৪:২৮ অপরাহ্ন
শিরোনাম :
দেশের প্রধান দুই শত্রু বিএনপি আর ডেঙ্গু: ওবায়দুল কাদের মিয়ানমারের নাগরিকের সহযোগিতায় মানব পাচার পাকুন্দিয়া প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী দেশবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন নবাব আলী হাসিব খান বানভাসি মানুষের পাশে মুগদা থানা ইমাম উলামা পরিষদের পক্ষ থেকে সেক্রেটারি মুফতি শফিকুল ইসলাম মাজহারীর নগদ অর্থ বিতরণ আদালত কর্তৃক উজ্জ্বল মিয়াজী হত্যা মামলার ৪ আসামির জামিন আবারও না মঞ্জুর ৩ জেলায় উজ্জ্বল মিয়াজী হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ নৌ পুলিশ ও ডাকাতদলের মধ্যে গোলাগুলির আহত ৪, আটক ১ ব্যবসায়ী উজ্জ্বল মিয়াজী হত্যাকান্ডে জড়িতরা প্রশাসনের নাকের ডগায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে বাবলা ডাকাত ও কবিরখালাশীকে ধরিয়ে দিতে পারলে ২ লাখ টাকা পুরস্কার


চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫৫ তম প্রতিষ্ঠাবার্ষিকীর বর্ণিল আয়োজন
ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ১৮-১১-২০২১
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫৫ তম প্রতিষ্ঠাবার্ষিকীর বর্ণিল আয়োজন


চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫৫ তম প্রতিষ্ঠাবার্ষিকীর বর্ণিল আয়োজন করা হয়। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে শহীদ মিনার প্রাঙ্গণ থেকে এক আনন্দ র‌্যালি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ এবং বিশ্ববিদ্যালয়ের জারুলতলায় কাটা হয় কেক। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি।  

তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, ১৯৮৮ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চাকসু ভবনের সামনে থেকে আমাকে অপহরণ করা হয়েছিল।  এমনকি হত্যাচেষ্টাও করছে অপশক্তিরা। চবিতে ছাত্ররাজনীতি করতে গিয়ে হামলার শিকার হয়েছি। গ্রেনেড হামলার দাগ যেমন এখনো শুকায়নি, তেমনি চবির বিভিন্ন হামলার দাগ এখনো শরীরে আছে। এখানে বিভিন্ন আন্দোলনে নেতৃত্ব দিতে গিয়ে সাহস এবং শক্তি সঞ্চয় করেছি। এ সাহস আমাকে রাজনৈতিক ভঙ্গুর পথ পাড়ি দিতে সহযোগিতা করেছে।

তিনি বলেন, আজকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫৬তম জন্মদিন। আমি বিদেশ থেকে এসে অফিস এবং সংসদে না গিয়ে এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছি। কারণ এ বিশ্ববিদ্যালয়ের প্রতি আমার আবেগ ও ভালোবাসা গভীর। এই বিশ্ববিদ্যালয়কে ঘিরে আছে অনেক স্বপ্ন ও স্মৃতি। অমার অনেক বন্ধু এখন আর বেঁচে নেই। অনেকে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক।

চবি প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত বর্ণিল আয়োজনে ‘বিশ্ববিদ্যালয়ে বিশ্ববিদ্যার ভাবনা’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন কলা ও মানববিদ্যা অনুষদের ডিন ড. মুহিবুল আজীজ। অনুষ্ঠানে বক্তব্য রাখেন চবি উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার, চবির সাবেক উপাচার্য ড. বদিউল আলম, অধ্যাপক ড. আনোয়ারুল আজিম আরিফ, বর্তমান উপ-উপাচার্য অধ্যাপক বেনু কুমার দে, চবি রেজিস্টার (ভারপ্রাপ্ত) এস এম মনিরুল হাসান, চাকসুর সাবেক ভিপি মাজহারুল হক শাহ, নাজিম উদ্দিন, চবির এলামনাই এসোসিয়েশনের সভাপতি মাহাবুব আলম (অনলাইন)। এছাড়া বিশ্ববিদ্যালয়ের সিনেট-সিন্ডিকেট সদস্যবৃন্দ, ডিনবৃন্দ এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন