২৮ এপ্রিল ২০২৪, রবিবার, ১২:৩৬:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশের প্রধান দুই শত্রু বিএনপি আর ডেঙ্গু: ওবায়দুল কাদের মিয়ানমারের নাগরিকের সহযোগিতায় মানব পাচার পাকুন্দিয়া প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী দেশবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন নবাব আলী হাসিব খান বানভাসি মানুষের পাশে মুগদা থানা ইমাম উলামা পরিষদের পক্ষ থেকে সেক্রেটারি মুফতি শফিকুল ইসলাম মাজহারীর নগদ অর্থ বিতরণ আদালত কর্তৃক উজ্জ্বল মিয়াজী হত্যা মামলার ৪ আসামির জামিন আবারও না মঞ্জুর ৩ জেলায় উজ্জ্বল মিয়াজী হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ নৌ পুলিশ ও ডাকাতদলের মধ্যে গোলাগুলির আহত ৪, আটক ১ ব্যবসায়ী উজ্জ্বল মিয়াজী হত্যাকান্ডে জড়িতরা প্রশাসনের নাকের ডগায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে বাবলা ডাকাত ও কবিরখালাশীকে ধরিয়ে দিতে পারলে ২ লাখ টাকা পুরস্কার


পাকিস্তানের বিপক্ষে আমার রক্ত গরম হয়ে যেত : শেবাগের স্মৃতিচারণ
ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ০৪-০৯-২০২১
পাকিস্তানের বিপক্ষে আমার রক্ত গরম হয়ে যেত : শেবাগের স্মৃতিচারণ


ভারতের সাবেক ওপেনার বীরেন্দ্র শেবাগ, যিনি ক্যারিয়ারে পাকিস্তানের বিপক্ষে সবসময় ভালো খেলেছেন। এর পেছনে অবশ্য একটি কারণ রয়েছে। সেই কারণ এবার নিজেই জানালেন শেবাগ।  

সম্প্রতি ভারতের জনপ্রিয় রেডিও জকি রৌনকের ‌‘তেরা জবাব নেহি’ ইউটিউব শোতে প্রায় ২২ বছর আগের তার অভিষেক ম্যাচের স্মৃতিচারণ করে শেবাগ বলেন, ‘আমি যখনই পাকিস্তানের বিপক্ষে খেলেছি, স্বাভাবিকভাবেই আমার রক্ত গরম হয়ে যেত। এ কারণেই ওদের বিপক্ষে আমি ভালো খেলেছি এবং আমার গড়ও অনেক ভালো।’

তিনি বলেন, ‘আমার বয়স তখন ২০-২১ হবে। আমি যখন ব্যাট করতে নামি তখন আফ্রিদি, শোয়েব, ইউসুফসহ পাকিস্তানের সব খেলোয়াড় গালি দিয়ে স্বাগত জানাচ্ছিল আমাকে। যেগুলোর বেশিরভাগ আমি আগে কখনো শুনিনি। আমি অল্প অল্প পাঞ্জাবি বুঝতাম। তাই তখন বুঝতে পারছিলাম যে, তারা আমার দিকে গালির বৃষ্টি বর্ষাচ্ছে। কিন্তু আমার তেমন কিছুই করার ছিল না। কারণ, সেটা আমার প্রথম ম্যাচ ছিল এবং আমি নার্ভাস ছিলাম।’

‘এরপর যখন ২০০৪ সালে পাকিস্তান সফরে গেলাম, তখন মুলতানে ট্রিপল সেঞ্চুরির মাধ্যমে আগেরবারের সব গালির প্রতিশোধ নিয়ে নেই আমি।’

উল্লেখ্য, পাকিস্তানের বিপক্ষে কয়েকটি দুর্দান্ত রেকর্ড আছে শেবাগের। শোয়েব-আফ্রিদিদের বিপক্ষে টেস্ট ক্রিকেটে ৪ সেঞ্চুরির সাহায্যে ৯১.১৪ গড়ে ১,২৭৬ রান করেন তিনি। ওয়ানডেতে ২ সেঞ্চুরি ও ৬ ফিফটিতে ৩৪.৫০ গড়ে ১০৭১ রান করেন এ ডানহাতি ওপেনার। পাকিস্তানের বিপক্ষে ট্রিপল সেঞ্চুরিও হাঁকান তিনি।


শেয়ার করুন