পাকিস্তানের বিপক্ষে আমার রক্ত গরম হয়ে যেত : শেবাগের স্মৃতিচারণ


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 04-09-2021

পাকিস্তানের বিপক্ষে আমার রক্ত গরম হয়ে যেত : শেবাগের স্মৃতিচারণ

ভারতের সাবেক ওপেনার বীরেন্দ্র শেবাগ, যিনি ক্যারিয়ারে পাকিস্তানের বিপক্ষে সবসময় ভালো খেলেছেন। এর পেছনে অবশ্য একটি কারণ রয়েছে। সেই কারণ এবার নিজেই জানালেন শেবাগ।  

সম্প্রতি ভারতের জনপ্রিয় রেডিও জকি রৌনকের ‌‘তেরা জবাব নেহি’ ইউটিউব শোতে প্রায় ২২ বছর আগের তার অভিষেক ম্যাচের স্মৃতিচারণ করে শেবাগ বলেন, ‘আমি যখনই পাকিস্তানের বিপক্ষে খেলেছি, স্বাভাবিকভাবেই আমার রক্ত গরম হয়ে যেত। এ কারণেই ওদের বিপক্ষে আমি ভালো খেলেছি এবং আমার গড়ও অনেক ভালো।’

তিনি বলেন, ‘আমার বয়স তখন ২০-২১ হবে। আমি যখন ব্যাট করতে নামি তখন আফ্রিদি, শোয়েব, ইউসুফসহ পাকিস্তানের সব খেলোয়াড় গালি দিয়ে স্বাগত জানাচ্ছিল আমাকে। যেগুলোর বেশিরভাগ আমি আগে কখনো শুনিনি। আমি অল্প অল্প পাঞ্জাবি বুঝতাম। তাই তখন বুঝতে পারছিলাম যে, তারা আমার দিকে গালির বৃষ্টি বর্ষাচ্ছে। কিন্তু আমার তেমন কিছুই করার ছিল না। কারণ, সেটা আমার প্রথম ম্যাচ ছিল এবং আমি নার্ভাস ছিলাম।’

‘এরপর যখন ২০০৪ সালে পাকিস্তান সফরে গেলাম, তখন মুলতানে ট্রিপল সেঞ্চুরির মাধ্যমে আগেরবারের সব গালির প্রতিশোধ নিয়ে নেই আমি।’

উল্লেখ্য, পাকিস্তানের বিপক্ষে কয়েকটি দুর্দান্ত রেকর্ড আছে শেবাগের। শোয়েব-আফ্রিদিদের বিপক্ষে টেস্ট ক্রিকেটে ৪ সেঞ্চুরির সাহায্যে ৯১.১৪ গড়ে ১,২৭৬ রান করেন তিনি। ওয়ানডেতে ২ সেঞ্চুরি ও ৬ ফিফটিতে ৩৪.৫০ গড়ে ১০৭১ রান করেন এ ডানহাতি ওপেনার। পাকিস্তানের বিপক্ষে ট্রিপল সেঞ্চুরিও হাঁকান তিনি।



উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা