<p><br></p>
১১ নভেম্বর ২০২৫, মঙ্গলবার, ১০:০০:৪৬ অপরাহ্ন


৫৩ বছরে শাসকরা মানুষকে শান্তি দিতে পারেনি: ফয়জুল করিম
নিজস্ব প্রতিবেদক
  • আপডেট করা হয়েছে : ২১-১২-২০২৪
৫৩ বছরে শাসকরা মানুষকে শান্তি দিতে পারেনি: ফয়জুল করিম


ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম বলেছেন, ভেবেছিলাম পশ্চিম পাকিস্তান থেকে আলাদা হয়ে স্বাধীন রাষ্ট্র করতে পারলে আমরা মুক্তি পাব, শান্তি পাব। কিন্তু কি দেখলাম, ১৯৭১ থেকে ২০২৪ পর্যন্ত ৫৩ বছরে যারা দেশ শাসন করেছে তারা বৈষম্য দূর করতে পারেনি, মানুষকে শান্তি দিতে পারেনি, মানুষকে মুক্তি দিতে পারেনি।Description: Unibots.com

আজ শনিবার বিকেল সাড়ে ৪টায় দিনাজপুরের ফুলবাড়ী পৌর শহরের সুজাপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশ ফুলবাড়ী শাখা আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মুফতি ফয়জুল করিম এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ‘আবারও আমরা ২০২৪ সালের আগষ্টে বৈষম্যবিরোধী আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিলাম। ছাত্র-জনতা ঐক্য হয়ে মানুষের মুক্তির জন্য, শান্তির জন্য, বৈষম্য দূর করার জন্য, আন্দোলন সংগ্রামে রক্ত-জীবন বিসর্জন দিয়ে ফ্যাসিষ্ট সরকারকে হটিয়েছিলাম। জীবনের মায়া ত্যাগ করে বৈষম্য দূর করার জন্য আমরা ঝাপিয়ে পড়েছিলাম, দুর্নীতি বন্ধ করার জন্য, মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য। কিন্তু আমরা কি দেখলাম, আগষ্টের পরে আবারও সেই বৈষম্য, আবারও জুলুম, অত্যাচার, আবারও অবিচার, আবারও দুর্নীতি, আরও চাঁদাবাজী, আবারও অবিচার, হত্যা, ধর্ষণ।

তিনি বলেন, ‘এসবের জন্য আমরা আন্দোলন করি নাই, এর জন্য রক্ত দেই নাই, এর জন্য এতগুলো মানুষ শহিদ হয় নাই। এতেদিন চাঁদা কালেকশন করেছে লেন্টু, এখন চাঁদা কালেকশ করে ফেন্টু, এতেদিন চুরি করছে লন্টু, এখন চুরি করে কেল্টু। শুধু হাতের পরিবর্তন হয়েছে, ব্যাক্তির পরিবর্তন হয়েছে, চাঁদার পরিবর্তন হয়নি। হাজারও শাসকের পরিবর্তন হয়েছে কিন্তু মানুষের ভাগ্যের পরিবর্তন হয় নাই।

ইসলামী আন্দোলন বাংলাদেশ ফুলবাড়ী উপজেলা শাখার সভাপতি রবিউল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, রংপুর মহানগর শাখার সেক্রেটারি মো. আমিরুল ইসলাম পিয়াল, দিনাজপুর দক্ষিণ জেলা সভাপতি ডা. নুর আলম সিদ্দিক প্রমুখ।

শেয়ার করুন