নিজস্ব
প্রতিবেদক ।
আশুলিয়ায় গার্মেন্টস কর্মীকে গুলিবিদ্ধের ঘটনায় শেখ হাসিনাসহ ৮৫ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। গত ৫ আগস্ট শেখ হাসিনার পদত্যাগের দাবিতে রাজধানীর আশুলিয়ায় বিক্ষোভ মিছিল করার সময় পুলিশের পাশাপাশি কিছু স্থানীয় আওয়ামী লীগ ও একটি স্বার্থান্বেষী মহলের পালিত গুন্ডাবাহিনী দ্বারা গুলিতে নিহত ও আহত হন বেশ কিছু সাধারণ মানুষ। ওই গোলাগুলির ঘটনায় গুলিবিদ্ধ হন গার্মেন্টস কর্মী জাফের আলী সরদার। ১ অক্টোবর মঙ্গলবার আশুলিয়ায় বিজ্ঞ আদালতে শেখ হাসিনাসহ ৮৫ জনের বিরুদ্ধে মামলা করেন তিনি । সি.আর, মামলা নং-১৩১৬/২০২৪ (আশুলিয়া)। ধারা ১৪৩/১৪৭/১৪৮/৩২৫/৩২৬/৩০৭/৪৩৫/২০১/৫০৬(২)/৩৪ যা দণ্ডনীয় শাস্তিযোগ্য অপরাধ। এই ঘটনায় আদালত আসামিদের গ্রেফতারের নির্দেশ দেন। আসামিদের মধ্যে উল্লেখযোগ্য হলেন: শেখ হাসিনা, শেখ রেহানা সিদ্দীক, সজীব ওয়াজেদ জয়, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মোহাম্মদ কায়সার ইবনে সাঈদ দি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ লি: (কালব)-এর প্যাট্রিক পালমা, সাবেক গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীর উপদেষ্টা মো. আমানুল্লাহ, জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের তুষার মোহন সাধু খাঁ, গুলশান ভাটারার চেয়ারম্যান কালব আগষ্টিন পিউরিফিকেশন , নগর কান্দা উপজেলার, নরেশ চন্দ্র বিশ্বাস, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীর অর্থ সেক্রেটারি মো. সাইফুজ্জামান চুন্নু, গৃহায়ন ও গণপূর্ত অধিদপ্তরের মো. আবু সুফিয়ান মাহবুব (নির্মল),রাজধানী উন্নয়নকর্তৃক্ষ (রাজউক) মহাখালী জোনের জোটন দেবনাথ, আওয়ামীলীগ সিবিআই নেতা ও স্টাফ অফিসার গৃহায়ন ও গণপূর্ত অধিদপ্তরের মাহফুজুল আলম, রাজশাহী গণপূর্ত অধিদপ্তরের মো. জাহাঙ্গির আলম, গণপূর্ত অধিদপ্তরের পবিত্র কুমার দাস, সিনথিয়া বিমানবন্দর এলাকার ট্রেড ইন্টারন্যাশনালের মোহাম্মদ শাহজাহান। গুলিবিদ্ধ জাফের আলী সরদার নওগাঁর আত্রাই থানার কসবা এলাকার জাহেদ সরদারের ছেলে। জাফের আলী বলেন, আমার উপর এই বর্বর হামলার সুষ্ঠু বিচার চাই