<p><br></p>
১১ নভেম্বর ২০২৫, মঙ্গলবার, ১১:০৫:৩৫ অপরাহ্ন


‘শেখ’ বলার ব্যাখ্যা দিলেন স্নিগ্ধ
নিজস্ব প্রতিবেদক
  • আপডেট করা হয়েছে : ১১-১১-২০২৫
‘শেখ’ বলার ব্যাখ্যা দিলেন স্নিগ্ধ


জুলাই আন্দোলনে শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধের ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ বিএনপিতে যোগ দেওয়ার পর থেকেই তাকে ঘিরে নানা আলোচনা চলছে। সম্প্রতি এক সভায় বক্তব্যের সময় তার মুখ ফসকেশেখশব্দটি উচ্চারিত হলে তা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। বিষয়টির ব্যাখ্যা দিতে মঙ্গলবার (১১ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে একটি পোস্ট দেন স্নিগ্ধ।

ফেসবুক পোস্টে তিনি লেখেন, অন্তরে ঘৃণা নিয়ে যে নামটির জন্ম হয়েছে, সেটি হলো শেখ হাসিনার নাম। এটা শুধু আমার নয় বরং বাংলাদেশের সকল সাধারণ মানুষের, বিগত ১৬ বছরে অত্যাচারিত হয়েছে এমন সকল পরিবারের।

স্নিগ্ধ আরও বলেন, যতদিন পর্যন্ত এই খুনি হাসিনাকে ফিরিয়ে এনে দেশের মাটিতে ফাঁসির দড়িতে না ঝোলানো হচ্ছে, ততদিন সকাল-বিকেল, স্বজ্ঞানে কিংবা ঘুমের স্বপ্নেও এই হাসিনার নাম মাথায় ঘুরবে। যতবার এই নাম মুখে আসে, মনে রাখবেনতা কেবল ঘৃণা থেকেই আসে।

সবশেষ তিনি বলেন, ‘এই খুনি শেখ হাসিনা যতদিন ফাঁসির দড়িতে না ঝুলছে, ততদিন শান্তি নেই। শেখ শেখ মুখ দিয়ে বের হবেই যতদিন না পর্যন্ত ফাঁসিতে ঝুলানো হচ্ছে এই স্বৈরাচার শেখ হাসিনাকে।

এর আগে গত মঙ্গলবার বিএনপিতে যোগ দেওয়ার পর মুগ্ধ গণমাধ্যমকে জানান, এই বৃহৎ রাজনৈতিক দলের মাধ্যমে তিনি জুলাই আন্দোলনে শহীদ আহতদের নিয়ে আরও নিবিড়ভাবে কাজ করতে পারবেন।

তিনি আরও জানান, বিএনপির রাষ্ট্র মেরামতের ৩১ দফা রূপরেখার অনেকগুলোর সঙ্গে তিনি সরাসরি কাজ করতে আগ্রহী।

শেয়ার করুন