<p><br></p>
১১ নভেম্বর ২০২৫, মঙ্গলবার, ১১:০৫:৪০ অপরাহ্ন


জো রুটকে নিয়ে অস্ট্রেলিয়ান গণমাধ্যমের উপহাস
স্পোর্টস ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ১১-১১-২০২৫
জো রুটকে নিয়ে অস্ট্রেলিয়ান গণমাধ্যমের উপহাস


ঘরের মাঠে ভারতের বিরুদ্ধে সিরিজে একের পর এক রেকর্ড ভেঙে রাহুল দ্রাবিড়, জ্যাক কালিস রিকি পন্টিংদের পেছনে ফেলে দিয়েছেন ইংলিশ ব্যাটার জো রুট। বর্তমানে টেস্ট ক্রিকেটে ১৩,৫৪৩ রান নিয়ে তার ওপরে আছেন কেবল শচিন টেনডুলকার। তবুও এই তারকাকেগড়পড়তাবা  ‘অতি সাধারণবলে কটাক্ষ করেছে অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম।

সোমবার (১০ নভেম্বর) অ্যাশেজের প্রথম টেস্ট খেলতে পার্থে পৌঁছেছে ইংল্যান্ড দল। আর তাদের আগমনের সঙ্গে সঙ্গেই শুরু হয়েছে মনস্তাত্ত্বিক লড়াই। অস্ট্রেলিয়ার প্রথম সারির সংবাদপত্র দ্য ওয়েস্ট অস্ট্রেলিয়ান সোমবার প্রথম পাতায় রুটের পার্থে পৌঁছানোর ছবি ছেপে শিরোনাম দিয়েছে- ‘Average Joe’, অর্থাৎগড়পড়তা জো

আসলে টেস্ট ক্রিকেটে রুটের পরিসংখ্যান যতটা উজ্জ্বল, অস্ট্রেলিয়ার মাটিতে ততটাই ম্লান। ১৫৮ টেস্টে তার ব্যাটিং গড় ৫১.২৯ এবং ৩৯টি সেঞ্চুরি রয়েছে রুটের- যা তাকে চতুর্থ সর্বোচ্চ সেঞ্চুরিয়ান বানিয়েছে। কিন্তু অস্ট্রেলিয়ায় এখনো পর্যন্ত একটিও টেস্ট সেঞ্চুরি পাননি তিনি। তিনটি সফরে ১৪ ম্যাচে তার সংগ্রহ মাত্র ৮৯২ রান, গড় ৩৫.৬৮। ২০২১-২২ মৌসুমে গাব্বায় ৮৯ রানই ছিল তার সর্বোচ্চ ইনিংস।

এই দুর্বল রেকর্ডকেই হাতিয়ার করে অজি সংবাদমাধ্যম রুটকে কটাক্ষ করেছে। তাদের ভাষ্য, ‘নিজ দেশে নায়ক, কিন্তু অস্ট্রেলিয়ায় ভণ্ড।

শুধু রুট নন, ইংলিশ অধিনায়ক বেন স্টোকসকেও ছাড়েনি তারা। তাকে বলা হয়েছেঅহংকারী অধিনায়ক’, আর ইংল্যান্ডের আক্রমণাত্মকবাজবলক্রিকেট নিয়েও বিদ্রূপে মেতেছে সংবাদমাধ্যমটি।

অ্যাশেজ সিরিজের প্রথম টেস্ট শুরু হবে ২১ নভেম্বর পার্থে। বাকি চারটি ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ব্রিসবেন, অ্যাডিলেড, মেলবোর্ন সিডনিতে।

শেয়ার করুন