২৭ এপ্রিল ২০২৪, শনিবার, ০৯:৪১:২৪ অপরাহ্ন
শিরোনাম :
দেশের প্রধান দুই শত্রু বিএনপি আর ডেঙ্গু: ওবায়দুল কাদের মিয়ানমারের নাগরিকের সহযোগিতায় মানব পাচার পাকুন্দিয়া প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী দেশবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন নবাব আলী হাসিব খান বানভাসি মানুষের পাশে মুগদা থানা ইমাম উলামা পরিষদের পক্ষ থেকে সেক্রেটারি মুফতি শফিকুল ইসলাম মাজহারীর নগদ অর্থ বিতরণ আদালত কর্তৃক উজ্জ্বল মিয়াজী হত্যা মামলার ৪ আসামির জামিন আবারও না মঞ্জুর ৩ জেলায় উজ্জ্বল মিয়াজী হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ নৌ পুলিশ ও ডাকাতদলের মধ্যে গোলাগুলির আহত ৪, আটক ১ ব্যবসায়ী উজ্জ্বল মিয়াজী হত্যাকান্ডে জড়িতরা প্রশাসনের নাকের ডগায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে বাবলা ডাকাত ও কবিরখালাশীকে ধরিয়ে দিতে পারলে ২ লাখ টাকা পুরস্কার


মাদারীপুরে অস্ত্র মামলায় ৬ জনের সাজা
ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২৫-১০-২০২১
মাদারীপুরে অস্ত্র মামলায় ৬ জনের সাজা


মাদারীপুরে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ গ্রেফতার হওয়া মামলায় ছয় জন আসামিকে সোমবার দুপুরে সাজা প্রদান করেছেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক লায়লাতুল ফেরদৌস। 

মামলার এজাহার সূত্রে জানা গেছে, মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর বাসস্ট্যান্ড এলাকার জুয়েল চৌকিদারের বাড়ির উত্তরপাশে বাগানে ২০১৬ সালের ৮ জুন একটি সংঘবদ্ধ ডাকাতদল ডাকাতির প্রস্তুতি গ্রহণ করছিল। এ সময় জেলা গোয়েন্দা পুলিশের একটি দল ৬ জন ডাকাত দলের সদস্য গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের কাছ থেকে একটি দেশীয় তৈরী পাইপ গানসহ ডাকাতির অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়। এ ঘটনায় জেলা গোয়েন্দা পুলিশের এসআই মোহা. রাজিব হোসেন মাদারীপুর সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা ২৯ জুন চার্জশিট প্রদান করেন। দীর্ঘদিন সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে আদালত ৬ আসামিকে সাজা প্রদান  করেন।

সাজাপ্রাপ্তরা হলো বরিশাল জেলার গৌরনদী উপজেলার কমলাপুর গ্রামের মো. রহিম ফকিরের ছেলে রুবেল ফকিরকে (২২) ১২ বছর কারাদন্ড, বারেক সরদারের ছেলে ইদ্রিস সরদার (৪৫), দেলোয়ার গাজির ছেলে সাদ্দাম গাজি (২৫), মো. মোক্তার দালালের ছেলে কাবুল দালাল (২৫), হাচেন বেপারীর ছেলে আমির অরফে কালা আমির বেপারী (৪৫), রহমান ফকিরের ছেলে ওসমান ফকিরকে ৮ বছর করে কারাদন্ড প্রদান করেন । রায়ের সময় রুবেল ফকির ও ওসমান ফকির অনুপস্থিত ছিলেন। বাকি চার জন আদালতে উপস্থিত ছিলেন। 

মাদারীপুর জজ আদালতের পাবলিক প্রসিকিউটর মো. সিদ্দিকুর রহমান সিং বলেন, সদর উপজেলার মস্তফাপুর বাসস্ট্যান্ড এলাকার জুয়েল চৌকিদারের বাড়ির উত্তরপাশে বাগানে ২০১৬ সালের ৮ জুন একটি সংঘবদ্ধ ডাকাতদল ডাকাতির প্রস্তুতি গ্রহণ করছিল। এ সময় জেলা গোয়েন্দা পুলিশের একটি দল ৬ জন ডাকাত দলের সদস্যকে গ্রেফতার করে। পরবর্তীতে অস্ত্র আইনে এজাহার রুজু করা হয়। রাষ্ট্রপক্ষ এ মামলায় সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে সন্দেহতীত ভাবে প্রমাণ করতে সক্ষম হওয়ায় আদালত ৬ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেন।

শেয়ার করুন