২৯ এপ্রিল ২০২৪, সোমবার, ০১:১২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশের প্রধান দুই শত্রু বিএনপি আর ডেঙ্গু: ওবায়দুল কাদের মিয়ানমারের নাগরিকের সহযোগিতায় মানব পাচার পাকুন্দিয়া প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী দেশবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন নবাব আলী হাসিব খান বানভাসি মানুষের পাশে মুগদা থানা ইমাম উলামা পরিষদের পক্ষ থেকে সেক্রেটারি মুফতি শফিকুল ইসলাম মাজহারীর নগদ অর্থ বিতরণ আদালত কর্তৃক উজ্জ্বল মিয়াজী হত্যা মামলার ৪ আসামির জামিন আবারও না মঞ্জুর ৩ জেলায় উজ্জ্বল মিয়াজী হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ নৌ পুলিশ ও ডাকাতদলের মধ্যে গোলাগুলির আহত ৪, আটক ১ ব্যবসায়ী উজ্জ্বল মিয়াজী হত্যাকান্ডে জড়িতরা প্রশাসনের নাকের ডগায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে বাবলা ডাকাত ও কবিরখালাশীকে ধরিয়ে দিতে পারলে ২ লাখ টাকা পুরস্কার


করোনা বিধিনিষেধের প্রতিবাদে ফ্রান্সে লাখো মানুষের বিক্ষোভ
ভোরের ধ্বনি ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ০১-০৮-২০২১
করোনা বিধিনিষেধের প্রতিবাদে ফ্রান্সে লাখো মানুষের বিক্ষোভ ফ্রান্সের বিভিন্ন শহরে বিক্ষোভ করেছে দুই লাখের বেশি মানুষ।


বিভিন্ন ভেন্যুতে প্রবেশের শর্ত হিসেবে করোনা হেলথ পাস বাধ্যতামূলক করার প্রতিবাদে ফ্রান্সের বিভিন্ন শহরে বিক্ষোভ করেছে দুই লাখের বেশি মানুষ। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে শনিবার এ বিক্ষোভ হয়েছে।

রাজধানী প্যারিসসহ বিভিন্ন শহরে বিক্ষোভকারীদের সামাল দিতে গিয়ে আহত হয়েছে বেশকিছু পুলিশ সদস্য।

পুলিশের এক মুখপাত্র জানিয়েছেন, বিক্ষোভকারীদের হামলায় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।

স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড ডারমানিন জানিয়েছেন, ১৯ বিক্ষোভকারীকে আটক করা হয়েছে। এদের মধ্যে ১০ জন প্যারিসের।

প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ঘোষিত করোনা বিধিনিষেধের প্রতিবাদে শনিবার তৃতীয় সপ্তাহের মতো বিক্ষোভ হলো। গ্রীষ্মকালীন ছুটি শুরু হওয়ার আগে এই বিধিনিষেধ আরোপ করাতেই তারা ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখাচ্ছে। গত দুই সপ্তাহের তুলনায় শনিবার বিক্ষোভকারীদের সংখ্যাও ছিল বেশি।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, ফ্রান্সজুড়ে দুই লাখ চার হাজার ৯০ জন বিক্ষোভকারী বিক্ষোভ দেখিয়েছে। এদের মধ্যে প্যারিসেই ছিল ১৪ হাজার ২৫০ জন। গত সপ্তাহের তুলনায় শনিবার বিক্ষোভকারীর সংখ্যা ৪০ হাজার বেশি ছিল।

অ্যান নামে এক বিক্ষোভকারী বলেন, ‘আমরা একটি বিচ্ছিন্ন সমাজ সৃষ্টি করছি এবং আমি মনে করি মানবাধিকারের দেশে এটি করা অবিশ্বাস্য।’

শেয়ার করুন