২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার, ০৪:৫৪:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
দেশের প্রধান দুই শত্রু বিএনপি আর ডেঙ্গু: ওবায়দুল কাদের মিয়ানমারের নাগরিকের সহযোগিতায় মানব পাচার পাকুন্দিয়া প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী দেশবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন নবাব আলী হাসিব খান বানভাসি মানুষের পাশে মুগদা থানা ইমাম উলামা পরিষদের পক্ষ থেকে সেক্রেটারি মুফতি শফিকুল ইসলাম মাজহারীর নগদ অর্থ বিতরণ আদালত কর্তৃক উজ্জ্বল মিয়াজী হত্যা মামলার ৪ আসামির জামিন আবারও না মঞ্জুর ৩ জেলায় উজ্জ্বল মিয়াজী হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ নৌ পুলিশ ও ডাকাতদলের মধ্যে গোলাগুলির আহত ৪, আটক ১ ব্যবসায়ী উজ্জ্বল মিয়াজী হত্যাকান্ডে জড়িতরা প্রশাসনের নাকের ডগায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে বাবলা ডাকাত ও কবিরখালাশীকে ধরিয়ে দিতে পারলে ২ লাখ টাকা পুরস্কার


আড়াইহাজারে ডাকাত-পুলিশ গোলাগুলি, পুলিশসহ আহত ৫
ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ০১-০৯-২০২১
আড়াইহাজারে ডাকাত-পুলিশ গোলাগুলি, পুলিশসহ আহত ৫


নারায়ণগঞ্জের আড়াইহাজারে ডাকাত ও পুলিশের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় এক পুলিশ গুলিবিদ্ধসহ আহত হয়েছেন পাঁচজন। 

মঙ্গলবার দিবাগত রাত পৌনে ১টার দিকে উপজেলার গোপালদী বাজারে এ ঘটনা ঘটে। 

আহতরা হলেন, পুলিশের এএসআই সোহরাব (৩৫) গুলিবিদ্ধ, ডাকাতের দায়ের কোপে আহত দোকানের কর্মচারী রাজু (২০), কুদ্দুস ( ১৫), সুধাচন্দ্র দাস (২৫) ও বলাই চন্দ্রকে (৫০) প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। আহত পুলিশ সদস্যকে ঢাকা মেডিকেলে চিকিৎসা শেষে বাসায় নিয়ে যাওয়া হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাত পৌনে ১টার দিকে বাজারের প্রায় সকল দোকান-পাট বন্ধ ছিল। এরই মধ্যে ৩টি স্বর্ণের  দোকানে ভেতরে বসে দোকানের কর্মচারীরা কাজ করছিল। ঘটনার সময় স্পিডবোড ও ট্রলার দিয়ে ২০/২৫ জন মুখোশধারী ডাকাত দল এক সাথে ৩টি দোকানে হানা দেয়। এ সময় খবর পেয়ে গোপালদী বাজারের ডিউটিরত পুলিশ ঘটনাস্থলে হাজির হয়। ডাকাত দল পুলিশের উপস্থিতি টের পেয়ে গুলি শুরু করে। এ সময় পুলিশও পাল্টা গুলি করে। ৫-৭ মিনিট চলে ডাকাত-পুলিশ গুলিবিনিময়। 

এ খবর চারদিকে ছড়িয়ে পড়লে থানার ওসি আনিচুর রহমান মোল্লার নেতৃত্বে আশপাশের সকল পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে ডাকাত দল বাজারের বিপ্লব বিশ্বাস, বলাই সরকার ও আমির হোসেনের দোকান থেকে ১৪ ভরি স্বর্ণ ও ১ লাখ ২০ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়। 

গোপালদী বাজার বণিক সমিতির সভাপতি জাকির হোসেন মোল্লা বলেন, সময়মত পুলিশ না আসলে আরো বড় ধরনের ঘটনা ঘটতে পারতো। 

আড়াইহাজার থানার ওসি আনিচুর রহমান মোল্লা বলেন, খবর পেয়ে আমরা বাজারের চারদিকে ঘিরে ফেলি। তাই বড় ধরনের কোনো বিপদ হয়নি। 

তিনি আরো বলেন, ডাকাতের সাথে গুলি বিনিময় করার সময় ১৭ রাউন্ড গুলি করতে হয়েছে। ডাকাতদের গ্রেফতারের জন্য বিভিন্ন স্থানে অভিযান শুরু হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

শেয়ার করুন