<p><br></p>
জীবনের ঝুঁকি মাথায় নিয়েই বড় দায়িত্ব কাঁধে তুলে নিলেন বলিউডের ভাইজানখ্যাত অভিনেতা সালমান খান। যদিও তার তার মাথায় ঝুলছে মৃত্যুর খাঁড়া। এসব সামলে আর কোন দায়িত্ব নিলেন ভাইজান?
সালমান খানের ‘দাবাং’ , ‘দাবাং ২’, ও ‘দাবাং ৩’— তিনটি সিনেমাই বক্স অফিসে আলোড়ন সৃষ্টি করেছিল। এর মধ্যেই প্রথম ‘দাবাং’ সিনেমার পরিচালক অভিনব কাশ্যপের সঙ্গে সম্পর্ক খারাপ হয় ভাইজানের। তাকে ‘অপরাধী’ বলেও আক্রমণ করেন পরিচালক। তাই ‘দাবাং ৪’ পরিচালনা কে করবেন, সেই প্রশ্ন উঠছে বারবার।
গণমাধ্যম সূত্রে জানা গেছে, ‘দাবাং ৪’ সিনেমার শুটিং শুরু হবে আগামী বছর। আবারও দেখা যাবে চুলবুল পান্ডের ভূমিকায় সালমানকেই। এর পাশাপাশি সেই সিনেমার পরিচালনাও নাকি তিনি নিজেই করবেন। তবে এখনো সালমান ও তার সহযোগী দলের তরফ থেকে কোনো বিবৃতি পাওয়া যায়নি।
এর আগে ২০১০ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল ‘দাবাং’। সেটি ছিল অভিনেত্রী সোনাক্ষী সিনহার অভিষেক সিনেমা। বক্স অফিসে আলোড়ন ফেলেছিল ‘দাবাং’। পরের দুটি সিনেমা যথাক্রমে পরিচালনা করেছিলেন আরবাজ খান ও প্রভু দেবা।
ভাইজানের বিরুদ্ধে অভিনব কাশ্যপ নানা অভিযোগ এনেছিলেন। এমনকি আরবাজ খানের সঙ্গে সালমানের ঝগড়া হতো বলেও দাবি করে অভিনব বলেছিলেন, আমার সামনে একবার আরবাজ খান ও সালমান খুব ঝগড়া করেছিল। সালমান বাসন ছুড়তে শুরু করেছিল। আমি খুব ভয় পেয়েছিলাম। এমন একদিন আসবে যেদিন সালমানকে তার সামনে হাঁটু মুড়ে ভিক্ষা চাইতে হবে বলেও দাবি করেন অভিনব কাশ্যপ।
উল্লেখ্য, সালমান খান বর্তমানে ‘বিগ বস ১৯’-এর সঞ্চালনা করছেন। সেরে এলেন ‘দ্য ব্যাং টুর’।