<p><br></p>
২২ নভেম্বর ২০২৫, শনিবার, ০৮:১২:৩১ অপরাহ্ন


বিয়ের দাওয়াত নিয়ে দ্বন্দ্ব-সংঘর্ষে আহত ১০
  • আপডেট করা হয়েছে : ২২-১১-২০২৫
বিয়ের দাওয়াত নিয়ে দ্বন্দ্ব-সংঘর্ষে আহত ১০


ঝিনাইদহে একটি বিয়েতে দাওয়াত না দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন।

শনিবার (২২ নভেম্বর) সকালে সদর উপজেলার বাকড়ি গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার ওই গ্রামের রফিকুল ইসলামের মেয়ের বিয়ের অনুষ্ঠান ছিল। প্রতিবেশী শাহিন উদ্দিনকে বিয়েতে দাওয়াত না দেওয়ায় শুক্রবার রাতেই এলাকায় উত্তেজনা দেখা দেয়।

পরের দিন সকালে শাহিনের পক্ষের লোকজন রফিকুলের বাড়িতে হামলা চালায়। এরপর দুই পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে, যার ফলে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হন।

সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। উত্তেজনা রোধে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

শেয়ার করুন