<p><br></p>
০৫ জানুয়ারী ২০২৫, রবিবার, ১২:৪০:১৯ অপরাহ্ন


বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ‘ফিনজাল’, কাল দুপুরে আঘাত হানতে পারে উপকূলে
নিজস্ব প্রতিবেদক
  • আপডেট করা হয়েছে : ৩০-১১-২০২৪
বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ‘ফিনজাল’, কাল দুপুরে আঘাত হানতে পারে উপকূলে ছবি : সংগৃহীত


বঙ্গোপসাগরে থাকা গভীর নিম্নচাপটি আজ শুক্রবার ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে। এর নামফিনজাল এটি সৌদি আরবের দেওয়া নাম। তবে ঘূর্ণিঝড়টির বাংলাদেশে আঘাতের শঙ্কা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

 

 আজকের ( শনিবার ) দুপুরের দিকে এটি ভারতের উত্তর তামিলনাড়ু উপকূলে আঘাত হানতে পারে। এর প্রভাবে শনিবার দেশের উপকূলীয় অঞ্চলে হালকা বৃষ্টি হতে পারে। কমতে পারে দিনের তাপমাত্রা।

চট্টগ্রাম, মোংলা পায়রা সমুদ্রবন্দর এবং কক্সবাজারকে নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।

উত্তর বঙ্গোপসাগর গভীর সাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

 

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুক আজ শুক্রবার রাতে কালের কণ্ঠকে বলেন, ‘ঘূর্ণিঝড়টি বাংলাদেশে আঘাতের আশঙ্কা নেই। এর প্রভাবে আগামীকাল (শনিবার) দেশের দক্ষিণাঞ্চলের দুই-এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে।

 

ওমর ফারুক বলেন, ‘সাগরে নিম্নচাপ থাকার কারণে গত দুই-তিনদিন তাপমাত্রা কিছুটা বেশি ছিল।

 

আঘাত হানার পর ঘূর্ণিঝড়ের প্রভাব কেটে গিয়ে আবার তাপমাত্রা ধীরে ধীরে কমতে শুরু করবে। বা ডিসেম্বর থেকে অনেকটাই কমে যাবে তাপমাত্রা। ফলে তখন শীতের তীব্রতা অনেকটা বাড়তে পারে।

এদিকে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, শনিবার খুলনা, বরিশাল চট্টগ্রাম বিভাগের দুই-এক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। দেশের অন্যান্য অঞ্চলে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

খুলনা বরিশাল বিভাগের দুই-এক জায়গায় বৃষ্টি হতে পারে পরদিনও।

 

 

 

শেয়ার করুন