<p><br></p>
ভারতের
প্রখ্যাত চলচ্চিত্রকার শ্যাম বেনেগাল মারা গেছেন।বেশ কয়েকদিন অসুস্থ থাকার পর আজ সোমবার
মারা যান তিনি। চলতি মাসের শুরুতেই ৯০তম জন্মদিন পালন করেছিলেন বর্ষীয়ান পরিচালক। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদন থেকে
এই তথ্য জানা যায়।
বলিউডের
‘শো-ম্যান’ রাজ কাপুরের সঙ্গে একই দিনে জন্ম! হয়ত নেহাতই কাকতালীয় ঘটনা। তবে রাজ কাপুর পরবর্তীযুগে বলিউডের ‘অপর শো-ম্যান’ নামে
পরিচিতি পেয়েছিলেন শ্যাম বেনেগাল। বছর শেষ হওয়ার আগে সকলকে কাঁদিয়ে চলে গেলেন ‘অঙ্কুর’, ‘নিশান্ত’-এর মতো ছবির
পরিচালক। বাংলাদেশ-ভারতের পৃষ্ঠপোষকতায় নির্মিত ‘মুজিব: একটি জাতির রূপকার’র নির্মাতাও তিনি।
শ্যাম
বেনেগালের মৃ্ত্যুর খবর ইন্ডিয়া টুডে-কে নিশ্চিত করেছেন
তার একমাত্র মেয়ে পিয়া বেনেগাল। দীর্ঘদিন ধরেই কিডনি সংক্রান্ত সমস্যায় ভুগছিলেন ফিল্মমেকার।
১৯৩৪
সালের ১৪ ডিসেম্বর হায়দরাবাদে
জন্ম শ্যাম বেনেগালের। তার বাবা ছিলেন একজন ফটোগ্রাফার। তার কাছ থেকেই সিনেমা বানানোর অনুপ্রেরণা পান শ্যাম। ১২ বছর বয়সেই
তিনি প্রথম সিনেমা বানান। এরপর সিনেমা নিয়েই পড়াশোনা করেছেন। ৭০ ও ৮০
এর দশকে ভারতে বেশ কিছু আলোচিত সিনেমা তৈরি করেছেন শ্যাম বেনেগাল। ১৯৭৬ সালে পদ্মশ্রী ও ১৯৯১ সালে
ভারতের সর্বোচ্চ সম্মাননা পদ্মভূষণ পান শ্যাম। তার উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে অঙ্কুর, মন্থন, মান্দি, সুভাষ চন্দ্র বোষ: দ্য ফরগটেন হিরো, জুবাইদা, ওয়েল ডান আব্বা।