২৭ এপ্রিল ২০২৪, শনিবার, ০৬:১৭:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশের প্রধান দুই শত্রু বিএনপি আর ডেঙ্গু: ওবায়দুল কাদের মিয়ানমারের নাগরিকের সহযোগিতায় মানব পাচার পাকুন্দিয়া প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী দেশবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন নবাব আলী হাসিব খান বানভাসি মানুষের পাশে মুগদা থানা ইমাম উলামা পরিষদের পক্ষ থেকে সেক্রেটারি মুফতি শফিকুল ইসলাম মাজহারীর নগদ অর্থ বিতরণ আদালত কর্তৃক উজ্জ্বল মিয়াজী হত্যা মামলার ৪ আসামির জামিন আবারও না মঞ্জুর ৩ জেলায় উজ্জ্বল মিয়াজী হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ নৌ পুলিশ ও ডাকাতদলের মধ্যে গোলাগুলির আহত ৪, আটক ১ ব্যবসায়ী উজ্জ্বল মিয়াজী হত্যাকান্ডে জড়িতরা প্রশাসনের নাকের ডগায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে বাবলা ডাকাত ও কবিরখালাশীকে ধরিয়ে দিতে পারলে ২ লাখ টাকা পুরস্কার


দিনাজপুরে ইন্টারনেট মেলা
স্টাফ রিপোর্টার: এ কে আনোয়ার
  • আপডেট করা হয়েছে : ১৮-১২-২০২১
দিনাজপুরে ইন্টারনেট মেলা


“মুজিব বর্ষের অঙ্গীকার ইন্টারনেট হবে সবার” স্লোগানে দিনাজপুরে ইন্টারনেট সেবা উৎসব শুরু হয়েছে। তিন দিনব্যাপী এই সেবা উৎসবে ইন্টারনেট এর ব্যাবহার ও এর অন্যান্য সুযোগ সুবিধা জানতে পারবে আগত দর্শনার্থীরা।  

আগত দর্শনার্থীদের সেবার বার্তা পৌছে দিতে সেবা উৎসবের মেলায় ১৭টি স্টলে স্থান পেয়েছে ১৪টি ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান।
দিনাজপুর ইন্টারনেট সার্ভিস প্রোভাইডর এসোসিয়েশন আয়োজিত এ মেলা চলবে দুপুর ৩ টা থেকে রাত ৮টা পর্যন্ত। 

শুক্রবার সন্ধ্যায় দিনাজপুর ইন্সটিটিউট প্রাঙ্গনে ৩ দিনব্যাপী এ মেলার উদ্বোধন করেন দিনাজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মর্তুজা আল মুঈদ।

দিনাজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মর্তুজা আল মুঈদ বলেন, নিরাপদ ইন্টারনেট সেবা পৌঁছে দিতে এ মেলা কার্যকরী ভুমিকা রাখবে। পাশাপাশি ইন্টারনেট সেবা বৃদ্ধির মাধ্যমে দিনাজপুরে নতুন নতুন প্রযুক্তির সাথে পরিচয় করে দিতে এধরনের মেলা কার্যকরী ভূমিকা রাখবে বলেও মনে করেন তিনি। 

অনুষ্ঠান শেষে মেলায় আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহনকারী বিজয়ীদের পুরষ্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।

দিনাজপুর ইন্টারনেট সেবা উৎসব আয়োজক কমিটির আহ্বায়ক সাফায়েত হোসেন সজীবের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রন কমিশন এর উপ-পরিচালক আশফাক আহমেদ, শহর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রায়হান কবির সোহাগ, কোতয়ালি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাফ্ফর হোসেন, বাংলাদেশ ইন্টারনেট এক্সেচেঞ্জ ট্রাস্ট এর ম্যানেজার ইজার জামিল, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম ইমতিয়াজ ইনান, দিনাজপুর ইন্টারনেট সার্ভিস প্রোভাইডর এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক মাহবুব আলম প্রমুখ। মোসাদ্দেক হোসেন এর সঞ্চলানা করেন। 

শেয়ার করুন