২৭ এপ্রিল ২০২৪, শনিবার, ১১:১৪:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
দেশের প্রধান দুই শত্রু বিএনপি আর ডেঙ্গু: ওবায়দুল কাদের মিয়ানমারের নাগরিকের সহযোগিতায় মানব পাচার পাকুন্দিয়া প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী দেশবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন নবাব আলী হাসিব খান বানভাসি মানুষের পাশে মুগদা থানা ইমাম উলামা পরিষদের পক্ষ থেকে সেক্রেটারি মুফতি শফিকুল ইসলাম মাজহারীর নগদ অর্থ বিতরণ আদালত কর্তৃক উজ্জ্বল মিয়াজী হত্যা মামলার ৪ আসামির জামিন আবারও না মঞ্জুর ৩ জেলায় উজ্জ্বল মিয়াজী হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ নৌ পুলিশ ও ডাকাতদলের মধ্যে গোলাগুলির আহত ৪, আটক ১ ব্যবসায়ী উজ্জ্বল মিয়াজী হত্যাকান্ডে জড়িতরা প্রশাসনের নাকের ডগায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে বাবলা ডাকাত ও কবিরখালাশীকে ধরিয়ে দিতে পারলে ২ লাখ টাকা পুরস্কার


টেকনাফ পৌরসভায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র হচ্ছেন সাবেক এমপি বদির চাচা
ভোরের ধ্বনি অনলাইন ডেক্স
  • আপডেট করা হয়েছে : ০৭-১২-২০২১
টেকনাফ পৌরসভায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র হচ্ছেন সাবেক এমপি বদির চাচা


কক্সবাজারের টেকনাফ পৌরসভা নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আবারও মেয়র নির্বাচিত হতে যাচ্ছেন হাজী মো. ইসলাম। আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. ইসলাম কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সাংসদ আবদুর রহমান বদির চাচা। এই নিয়ে ৩য় দফায় মেয়র হতে যাচ্ছেন তিনি।

এছাড়াও এই পৌরসভায় চারজন কাউন্সিলর প্রার্থীও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন। তারা হলেন— ৩নং ওয়ার্ডের এহেতেশামুল হক বাহদুর, ৬নং ওয়ার্ডের মো. আব্দুল্লাহ, ৭নং ওয়ার্ডে মাওলানা মুজিবুর রহমান ও ৮নং ওয়ার্ডে মো. মনিরুজ্জামান।
 
টেকনাফ পৌর নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা বেদারুল ইসলাম জানান, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন সোমবার পর্যন্ত এক মেয়র ও ১২জন কাউন্সিলর প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন।
 
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন সোমবার বিকালে চার মেয়র প্রার্থীর মধ্যে জাতীয় পার্টির (লাঙ্গল) মো. শাহজাহান প্রত্যাহার করে নিয়েছেন। এর আগে গত ২৯ নভেম্বর বাছাইয়ের দিন স্বতন্ত্র মেয়র প্রার্থী মুহাম্মদ ইসমাইল ও আব্দুস শুক্কুর সিআইপির মনোনয়নপত্র বাতিল হয়। এখন এ পৌরসভায় মেয়র পদে আর কোনো প্রার্থী না থাকায় নৌকার প্রার্থী মো. ইসলাম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন।
 
মনোনয়নপত্র প্রত্যাহারের পর পৌরসভার ৩টি সংরক্ষিত ওয়ার্ডে ১০ জন নারী কাউন্সিলর ও ৯টি সাধারণ ওয়ার্ডে কাউন্সিলর পদের জন্য ২০ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন বলে জানিয়েছেন নির্বাচন অফিস সংশ্লিষ্টরা।
 
আজ মঙ্গলবার প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দের পর এই নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু হবে। এই পৌর নির্বাচনে ভোটার ১৬ হাজার ৮৬ ভোট। সহকারী রিটার্নিং কর্মকর্তা বেদারুল ইসলাম বলেন, সোমবার বিকালে পৌরসভার ১ মেয়র ও ৩নং ওয়ার্ড, ৬নং ওয়ার্ড,৭নং ওয়ার্ড ও ৮নং ওয়ার্ডে স্ব-স্ব প্রার্থীরা তাদের প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন। এতে ওই ওয়ার্ডগুলোতে কোনো কাউন্সিলর প্রার্থী না থাকায় ৩নং ওয়ার্ডে এহেতেশামুল হক বাহদুর, ৬নং ওয়ার্ডে মো. আব্দুল্লাহ, ৭নং ওয়ার্ডে মুজিবুর রহমান ও ৮নং ওয়ার্ডে মো. মনিরুজ্জামান এর কোনো প্রতিদ্বন্দ্বী রইল না। এরা কাউন্সিলর নির্বাচিত হতে যাচ্ছেন।

শেয়ার করুন