২৯ এপ্রিল ২০২৪, সোমবার, ০৮:১২:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশের প্রধান দুই শত্রু বিএনপি আর ডেঙ্গু: ওবায়দুল কাদের মিয়ানমারের নাগরিকের সহযোগিতায় মানব পাচার পাকুন্দিয়া প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী দেশবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন নবাব আলী হাসিব খান বানভাসি মানুষের পাশে মুগদা থানা ইমাম উলামা পরিষদের পক্ষ থেকে সেক্রেটারি মুফতি শফিকুল ইসলাম মাজহারীর নগদ অর্থ বিতরণ আদালত কর্তৃক উজ্জ্বল মিয়াজী হত্যা মামলার ৪ আসামির জামিন আবারও না মঞ্জুর ৩ জেলায় উজ্জ্বল মিয়াজী হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ নৌ পুলিশ ও ডাকাতদলের মধ্যে গোলাগুলির আহত ৪, আটক ১ ব্যবসায়ী উজ্জ্বল মিয়াজী হত্যাকান্ডে জড়িতরা প্রশাসনের নাকের ডগায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে বাবলা ডাকাত ও কবিরখালাশীকে ধরিয়ে দিতে পারলে ২ লাখ টাকা পুরস্কার


পাকিস্তান বা বাংলাদেশকে না বলা সহজ: উসমান খোয়াজা
ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২৪-০৯-২০২১
পাকিস্তান বা বাংলাদেশকে না বলা সহজ: উসমান খোয়াজা


গত কয়েক বছরে দিনরাত এক করে অন্য দেশের ক্রিকেট বোর্ডগুলিকে বুঝিয়েছে পিসিবি। পাকিস্তান ক্রিকেট বোর্ড বলতে বলতে হাঁপিয়ে গেছে যে, এখন আর সেখানে পরিস্থিতি আগের মতো নেই। পাকিস্তান এখন অনেক নিরাপদ। তাই পাকিস্তানে যে কোনও দেশ সিরিজ খেলতে আসতে পারে। 
 
কিন্তু এতকিছুর পরও পাকিস্তান সফরে যেতে চায়নি বহু দেশ। সম্প্রতি নিরাপত্তার অজুহাতে পাকিস্তানে সিরিজ খেলতে নামতে চায়নি নিউজিল্যান্ড। এরপর ইংল্যান্ডও পাকিস্তানে সিরিজ বাতিল করেছে। আর তাই এবার পাকিস্তানের পাশে দাঁড়ালেন অস্ট্রেলিয়ার ব্যাটার উসমান খোয়াজা।
 
পাকিস্তানেই জন্মেছিলেন খোয়াজা। তবে পাঁচ বছর বয়সে বাবা-মায়ের সঙ্গে সিডনিতে চলে যান তিনি। এরপর অস্ট্রেলিয়ার হয়ে ৪৪ টেস্ট, ৪০ ওয়ানডে ও ৯টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে ফেলেছেন তিনি। খোয়াজা মনে করেন, পাকিস্তান ক্রিকেট গত কয়েক বছর ধরে দুঃসময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। তাছাড়া শিকড়ের টানও রয়েছে। তাই এবার পাকিস্তান ক্রিকেট বোর্ডের পাশে দাঁড়ালেন তিনি। সফর বাতিল প্রসঙ্গে নিউজিল্যান্ড, ইংল্যান্ড ও ভারতকেও ছেড়ে কথা বললেন না তিনি।
 
খোয়াজা বলেছেন, দেশটার নাম পাকিস্তান বলেই সফরে না বলে দেওয়া যায়। একই কথা বাংলাদেশের জন্যও প্রযোজ্য। তবে ভারত সফর কেউ বাতিল করতে চায় না। কারণ টাকা কথা বলে। আর সেটা আমরা সবাই জানি।
 
খোয়াজা আরও বলেছেন, আমার বন্ধু বেন কাটিং পিএসেলে খেলে। তাকে আমি অনেকবার পাকিস্তানের নিরাপত্তার ব্যাপারে জিজ্ঞাসা করেছি। সে ছাড়া আরও অনেকেই আমাকে বলেছে, দশ বছর আগে হয়তো পাকিস্তান নিরাপদ ছিল না। কিন্তু এখন পাকিস্তান একদমই নিরাপদ। তারা সিরিজ আয়োজন করছে। সেখানে খেলতে না যাওয়ার কোনও কারণ নেই।
 
২০২২ সালের ফেব্রুয়ারি মাসে ২৩ বছর পর পাকিস্তান সফরে যাওয়ার কথা অস্ট্রেলিয়ার। তার আগে ডিসেম্বরে পাকিস্তান সফরে যাওয়ার কথা ওয়েস্ট ইন্ডিজের। তবে নিউজিল্যান্ড ও ইংল্যান্ড সফর বাতিল করায় এই সিরিজগুলি নিয়েও অনিশ্চয়তার বাতাবরণ তৈরি হয়েছে। তবে খোয়াজার সমর্থন পিসিবিকে কিছুটা অক্সিজেন জুগিয়েছে।
 

শেয়ার করুন