২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার, ১০:৪০:১৭ অপরাহ্ন
শিরোনাম :
দেশের প্রধান দুই শত্রু বিএনপি আর ডেঙ্গু: ওবায়দুল কাদের মিয়ানমারের নাগরিকের সহযোগিতায় মানব পাচার পাকুন্দিয়া প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী দেশবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন নবাব আলী হাসিব খান বানভাসি মানুষের পাশে মুগদা থানা ইমাম উলামা পরিষদের পক্ষ থেকে সেক্রেটারি মুফতি শফিকুল ইসলাম মাজহারীর নগদ অর্থ বিতরণ আদালত কর্তৃক উজ্জ্বল মিয়াজী হত্যা মামলার ৪ আসামির জামিন আবারও না মঞ্জুর ৩ জেলায় উজ্জ্বল মিয়াজী হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ নৌ পুলিশ ও ডাকাতদলের মধ্যে গোলাগুলির আহত ৪, আটক ১ ব্যবসায়ী উজ্জ্বল মিয়াজী হত্যাকান্ডে জড়িতরা প্রশাসনের নাকের ডগায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে বাবলা ডাকাত ও কবিরখালাশীকে ধরিয়ে দিতে পারলে ২ লাখ টাকা পুরস্কার


গোয়াইনঘাট মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষকের বিদায়ী সংবর্ধনা
ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ১৮-০৯-২০২১
গোয়াইনঘাট মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষকের বিদায়ী সংবর্ধনা


আবু তালহা তোফায়েল :: ভয়েস অব মিশিগান ইউএসএ ও গোয়াইনঘাট মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে গোয়াইনঘাট সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ে সহকারী প্রধার শিক্ষক শ্রী গোপাল কৃষ্ণ (চন্দন) এর অবসরজনিক বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। ১৮ সেপ্টেম্বর (শনিবার) বিকাল ৪টায় গোয়াইনঘাট মডেল উচ্চ বিদ্যালয় মিলনায়তনে সাংবাদিক আব্দুল মালিকের সভাপতিত্বে ও পজীব কর্মকর্তা সুশান্ত কুমার দাসের পরিচালনায় বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিম উল্লাহ বলেন, আমার সহকর্মী ছিলেন চন্দন স্যার। আমি জানি আমি কি হারিয়েছি। বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে এবং সরকারি করণে তিনি যে নিরলসভাবে কাজ করে গেছেন, তা ভাষায় প্রকাশ করার মতো নয়। তিনি আমার অত্যন্ত আস্থাশীল সহকারী ছিলেন। আমি দোয়া করি, আগামীর দিনগুলো যেনো পরিবারের সাথে সুখ-শান্তি ও সমৃদ্ধিতে কাটান। তিনি আরও বলেন যে, করোনা মহামারীর কারণে বিদ্যালয় থেকে আনুষ্ঠানিক কোনো বিদায়ী সংবর্ধনার আয়োজন করতে পারিনি, কিন্তু সুদূর আমেরিকা থেকে সমাজসেবী, সংস্কৃতিমনা ও মিডিয়া ব্যক্তিত্ব শফিক রহমান তিনি যে সময়ে সময়ে আমাদের খোঁজ নিচ্ছেন এবং এমন আয়োজন করেছেন, সেজন্য আমি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। প্রধান বক্তার বক্তব্যে গোয়াইনঘাট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা গোলাম আম্বিয়া কয়েছ বলেন, চন্দন স্যার এমন শিক্ষাগুরো যে, তাঁর হাজার হাজার ছাত্রছাত্রী আছে, কিন্তু একটা ছাত্রও তাঁর বিরুদ্ধে একটা শব্দও ছাড়েনি৷ তিনি অত্যন্ত সাদামনের মানুষ। আর এমন গুণীজনদের সম্মান দিয়েছেন সুদূর আমেরিকা থেকে শফিক রহমান ভাই৷ মন থেকে তাকেও ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। সংবর্ধিত অতিথি শ্রী গোপাল কৃষ্ণ চন্দন দে বলেন, আমার ৪১ বছরের শিক্ষকতা এই স্কুলে, আরও লেখাপড়ার ৫ বছর। এই দীর্ঘ জীবনে আমার হৃদয়ের মণিকোঠায় যায়গা করে নিয়েছে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, এমনকি বিদ্যালয়ের মাঠ-ঘাট, দেয়াল, দালানকোটা, অফিস, মিলনায়তন, ডেক্স-ব্রেঞ্চ সবকিছু। আমার বিদ্যালয় ছাড়া কিছুই ভালো লাগেনি। আর এই সম্মাননা আমার কাছে অনেক বড় কিছু। তিনি আরও বলেন, আমেরিকা থেকে বারবার আমার ছাত্র শফিক রহমান যোগাযোগ করছেন, আমি না করলেও তার শ্রদ্ধা-ভালোবাসা থেকে এমন আয়োজন করেছে। তার প্রতি রইলো স্নেহ-ভালোবাসা। অনুষ্ঠানের শুরুতে মানপত্র পাঠ করেন সীমান্তের আহ্বানের নির্বাহী সম্পাদক আবু তালহা তোফায়েল, কুরান তেলাওয়াত করেন মাওলানা দেলোয়ার হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন গোয়াইনঘাট কেন্দ্রীয় সাহিত্য পরিষদ এর সভাপতি দেবব্রত ভট্রাচার্য, বিশিষ্ট ব্যবসায়ী ডাক্তার মুহিবুর রহমান বাবুল, গোয়াইনঘাট স.প্রা.বি. এর প্রধান শিক্ষক আহমদ আলী, পুকাশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুব আলম, গোয়াইনঘাট কেন্দ্রীয় সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক শিবেন চন্দ্র দাস প্রমুখ।

শেয়ার করুন