<p><br></p>
১২ মার্চ ২০২৫, বুধবার, ০৩:৩৩:৩২ অপরাহ্ন


প্রকাশিত সংবাদের প্রতিবাদ
  • আপডেট করা হয়েছে : ১৭-০২-২০২৫
প্রকাশিত সংবাদের প্রতিবাদ


গত ১৭ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে একটি জাতীয় দৈনিকে “মিলেমিশে সাড়ে ৩ লাখ পিস বিক্রি, এসপির ইয়াবা কারবার” শিরোনামে প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ জানাচ্ছি।

সংবাদে দাবি করা হয়েছে ১০(দশ) কোটি টাকার ইয়াবা ০২ (দুই) কোটি ০৯ (নয়) লাখ টাকায় বিক্রি করে ভাগাভাগি, সোর্স নামধারী চাকরিচ্যুত দুই কনস্টেবলকে ঘুষের ভাগ হিসেবে দেওয়া হয় ০১(এক) লক্ষ ৩০(ত্রিশ) হাজার পিস ইয়াবা। ওসি ডিবি, জাহাঙ্গীর আলমের বরাত দিয়ে বলা হয়েছে “এসপি স্যারকে জানিয়েই সব করেছি”।

প্রকৃতপক্ষে গত ০৬ জানুয়ারি ২০২৫ইং তারিখে ডিবি, কক্সবাজারের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার জেলার চকরিয়া থানাধীন ডুলাহাজরা ডিগ্রী কলেজের সামনে থেকে TOYOTA LAND CRUISER PRADO নামের একটি সাদা গাড়ীকে ধাওয়া করে আটক করা হয়। ঘটনাস্থলে সাক্ষীদের উপস্থিতিতে গাড়ি ও চালকসহ ১,৪০,০০০(এক লক্ষ চল্লিশ হাজার) পিস ইয়াবা আটক করে জব্দতালিকা প্রস্তুত করা হয়। উক্ত ঘটনায় একজন ব্যক্তি পালিয়ে যায়। ঘটনাটি আমাকে জানানো হলে আমি যথাযথ নিয়ম মেনে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করি। 

পরবর্তীতে এই বিষয়ে যথাযথ নিয়ম মেনেই চকরিয়া থানায় মামলা দায়েরপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয় এবং এর তদন্তকার্য এখনও চলমান রয়েছে।

প্রতিবেদনে আরো বলা হয়, উক্ত সময়ে ০৪ (চার) জন মাদক ব্যবসায়ীকে আটক করে ০৩(তিন) শীর্ষ ব্যবসায়ীকে ০১ কোটি ২০লাখ টাকার বিনিময়ে তাৎক্ষণিক ছেড়ে দেয়া হয়েছে। ঐ গাড়িতে ০২(দুই) জন লোক ছিল যার একজনকে আটক করা হয়েছে এবং অন্যজন দৌড়ে পালিয়ে যায়। কিন্তু প্রকৃতপক্ষে এই ধরনের কোন ঘটনা ঘটেনি এবং তাৎক্ষণিক সেখানে ০১ কোটি ২০লাখ টাকা কীভাবে এলো তা প্রকাশিত প্রতিবেদনকে প্রশ্নবিদ্ধ করে। এছাড়া প্রকাশিত সংবাদে ইয়াবা বিক্রির যে তথ্য উপস্থাপন করা হয়েছে তা নিতান্তই মনগড়া এবং কল্পনাপ্রসূত বলে মনে করি।

“প্রতিবেদককে টাকা দেয়ার অপচেষ্টা” বলে যে অভিযোগটি আনা হয়েছে তা মূলত অযৌক্তিক এবং এটা যে পুরো পুলিশ বাহিনীকে নতুন করে প্রশ্নবিদ্ধ করবে তা প্রতিবেদককে মনে করিয়ে দেয়া। পাশাপাশি বর্তমানে চলমান অপারেশন “ডেভিল হান্ট” যেন কোনোভাবেই ঝিমিয়ে না যায় সেজন্য আমি প্রতিবেদককে অনুরোধ করি। 

কক্সবাজার জেলা পুলিশ মনে করে প্রকাশিত সংবাদটি যথাযথ যাচাই-বাছাই না করেই প্রকাশ করা হয়েছে। এই ধরনের অসত্য এবং মনগড়া সংবাদ প্রকাশের ফলে কক্সবাজার জেলা পুলিশের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে যা কোনোভাবেই কাম্য নয়। ০৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর কক্সবাজার জেলা পুলিশ যখন নতুন করে নব উদ্যমে সমাজের শৃঙ্খলা রক্ষায় কাজ করছে এবং অপারেশন “ডেভিল হান্ট” চলমান থাকা অবস্থায় এ ধরনের সংবাদ প্রকাশ পুলিশের কাজের গতিকে নষ্ট করবে বলে আমরা মনে করি।

এমতাবস্থায় বিভ্রান্তিমূলক সংবাদটি প্রত্যাহার পূর্বক  বিভ্রান্তি দূর করার বিনীত অনুরোধ জানাচ্ছি।


নিবেদক


পুলিশ সুপার 

কক্সবাজার জেলা

শেয়ার করুন