<p><br></p>
০৮ নভেম্বর ২০২৫, শনিবার, ১০:৩৮:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপি আলোচনায় বসতে রাজি হয়নি সরিয়ে দেয়া হলো ডিএসসিসির প্রশাসক ও ওয়াসার এমডি শাহজাহান মিয়াকে নেপথ্যে নির্বাহী প্রকৌশলী গোলাম কিবরিয়া রুবেল গাজীপুরে তুলার গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৭টি ইউনিট জাহাজ চলাচল বন্ধ, ৮ দিনেও সেন্ট মার্টিন যাননি কোনো পর্যটক গভীর রাতে গাড়িতে দুর্বৃত্তদের আগুন, সিসিটিভিতে ধরা পড়ল পুরো ঘটনা ‘আমাকে পাঠিয়ো না’, ৯ বছরের শিশু কেন স্কুল ভবন থেকে লাফিয়ে আত্মহত্যা করল ফরিদপুরে বিস্ফোরকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার নির্বাচনের দিনই গণভোট, সাফ জানালেন মির্জা ফখরুল ঢাকায় আসছে জাতিসংঘের একটি প্রতিনিধিদল আর দিল্লী নয়, এখন ঢাকা থেকেই করা যাবে বেলজিয়ামের ভিসা আবেদন


ছুটির দিনে জমজমাট বাণিজ্যমেলা
নিজস্ব প্রতিবেদক
  • আপডেট করা হয়েছে : ১১-০১-২০২৫
ছুটির দিনে জমজমাট বাণিজ্যমেলা


ছুটি থাকায় ক্রেতা দর্শনার্থীদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে পুরো মেলাপ্রাঙ্গণ। কোথাও পা ফেলার জায়গা ছিল না। বেচাবিক্রি হয়েছে বেশ ভালো। কারণে ব্যবসায়ীদের মুখে হাসি দেখা গেছে।

সকাল থেকেই ক্রেতাদর্শনার্থী মেলায় আসতে শুরু করেন। সকালে ক্রেতাদর্শনার্থী কিছুটা কম থাকলেও বিকালে পুরো মেলা দর্শনার্থীদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে। ব্যবসায়ীরাও তাদের স্টলগুলোকে নানা রঙের বাতি জ্বালিয়ে রাঙিয়ে তুলেছেন। ছুটির দিনে মেলা সকাল ১০ থেকে রাত ১০টা পর্যন্ত খোলা থাকে।

এদিন বেশির ভাগ স্টলেই ছিল উপচে পড়া ভিড়। তবে সবচেয়ে বেশি ভিড় দেখা গেছে গৃহস্থালি, ইলেকট্রনিক্স, প্রশাধনী স্টলগুলোতে। এছাড়া শিশু পার্ক রেস্তোরাঁগুলোতে বসার কোনো জায়গা ছিল না। মেলার ভেতরে শিশু পার্কেও দাঁড়ানোর জায়গা ছিল না। বেশি লোকের সমাগম হওয়ায় রেস্তোরাঁগুলোতে খাবারের দাম বেশি নেওয়া হয়।

ক্রেতাদর্শনার্থীদের আগমন বেশি হওয়ায় তিনশ ফুট, এশিয়ান বাইপাস গাজীপুর বাইপাস সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েন ক্রেতাদর্শনার্থীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।

রোমান নামে কাপড় ব্যবসায়ী বলেন, এতদিনে মেলা জমে উঠল। আগে ক্রেতার চেয়ে দর্শনার্থী বেশি হলেও আজ মেলায় অনেক বিক্রি হচ্ছে। ক্রেতাসমাগম দেখে ভালো লাগছে।

সুজন নামে এক জুতা ব্যবসায়ী বলেন, ‘লোক সমাগম দেখে ব্যবসায়ীদের মুখে হাসি ফুটেছে। এত টাকা দিয়ে মেলায় স্টল বরাদ্দ নিয়েছি। বিক্রি না হলে লোকসানের সম্মুখীন হতে হতো। গত সপ্তাহে ছুটির দিনেও বিক্রি হয়েছিল। তবে দ্বিতীয় সপ্তাহের ছুটির দিনে বিক্রি অনেক ভালো হচ্ছে। আমরা বিভিন্ন ছাড় দিচ্ছি। ছাড় পেয়ে ক্রেতারাও কিনছেন নিজেদের পছন্দের পণ্য।

রাজধানীর মোহাম্মদপুর থেকে আমিনুল ইসলাম পরিবার নিয়ে মেলায় বেড়াতে এসেছিলেন। তিনি বলেন, ‘আমি বেসরকারি একটি ব্যাংকে চাকরি করি। ছুটির দিন তাই স্ত্রী ছেলেকে নিয়ে মেলায় এসেছি। অনেক ভিড়। কোথাও পা ফেলার জায়গা নেই।

এদিকে ২৫ শতাংশ পর্যন্ত অফার লুফে নিতে বাণিজ্যমেলায় যমুনার প্যাভিলিয়নে ক্রেতাদের উপচে পড়া ভিড় দেখা গেছে।

রপ্তানি উন্নয়ন ব্যুরোর সচিব বাণিজ্যমেলা পরিচালক বিবেক সরকার বলেন, মেলার সব স্টল নির্মাণকাজ শেষ হয়েছে। ছুটির দিন হওয়ায় মেলা কানায় কানায় পরিপূর্ণ ছিল। দর্শনার্থীদের নিরাপত্তা দিতে আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সদস্য মোতায়েন রাখা হয়েছে। ক্রেতাদর্শনার্থীদের আসা যাওয়ার জন্য ২০০টির অধিক বিআরটিসির শাটল বাস রয়েছে।

শেয়ার করুন