<p><br></p>
১৬ সেপ্টেম্বর ২০২৫, মঙ্গলবার, ১২:১৮:০৬ অপরাহ্ন
শিরোনাম :
অবৈধ টেন্ডার সিন্ডিকেট! ওয়ালটনের খরচে বিদেশ ভ্রমণে গণপূর্তের চার প্রকৌশলী ঝালকাঠি গণপূর্ত বিভাগে চলছে নির্বাহী প্রকৌশলী আমান উল্লাহর লুটপাটের মহোৎসব সরকারি অনুমোদন ছাড়াই সুয়াগাজীতে কেয়ার প্লাস মেডিকেল সেন্টারের উদ্ভোধন ওয়াফিদ স্লিপে লোমহর্ষক জালিয়াতির ফাঁদে মধ্যপ্রাচ্যগামী শ্রমিক সাংবাদিকতার আড়ালে জাফরের চাঁদাবাজি ও ব্লাকমেইল বাণিজ্য প্রকাশিত সংবাদের প্রতিবাদ ই-ব্যাংকের নামে প্রতারণা: মামলা হচ্ছে নজরুল ইসলামের বিরুদ্ধে শ্রীলঙ্কায় ৬৫ বছরের মধ্যে দ্রব্যমূল্য কম প্রথম কোয়ালিফায়ারে চিটাগং তিতুমীর শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে যে বার্তা দিলো শিক্ষা মন্ত্রণালয়


স্বর্ণের দাম ফের বাড়ল
নিজস্ব প্রতিবেদক
  • আপডেট করা হয়েছে : ১৯-১২-২০২৪
স্বর্ণের দাম ফের বাড়ল


দেশের বাজারে ফের স্বর্ণের দাম বাড়ানো হয়েছে। সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম হাজার ৮৮ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে লাখ ৪০ হাজার ৫৮৬ টাকা।

আজ বুধবার সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) বৃহস্পতিবার থেকেই নতুন দাম কার্যকর হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

নতুন দাম অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ লাখ ৩৪ হাজার ১৯৪ টাকা, ১৮ ক্যারেট প্রতি ভরি লাখ ১৫ হাজার ৩০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ৯৪ হাজার ৪৭৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বাজুস আরও জানায়, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে সরকার-নির্ধারিত শতাংশ ভ্যাট বাজুস-নির্ধারিত ন্যূনতম মজুরি শতাংশ যুক্ত করতে হবে। তবে গহনার ডিজাইন মানভেদে মজুরির তারতম্য হতে পারে।

এর আগে, সবশেষ ১৪ ডিসেম্বর দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। সে সময় ভরিতে হাজার ৭৭৩ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম লাখ ৩৮ হাজার ৪৯৮ টাকা নির্ধারণ করেছিল সংগঠনটি। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি লাখ ৩২ হাজার ২০০ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি লাখ ১৩ হাজার ৩১৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ৯৩ হাজার ২০ টাকা নির্ধারণ করা হয়েছিল। যা কার্যকর হয়েছিল গত ১৫ ডিসেম্বর থেকে।

চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে ৬০ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। যেখানে ৩৫ বার দাম বাড়ানো হয়েছে, আর কমানো হয়েছে ২৫ বার।

শেয়ার করুন