২৮ এপ্রিল ২০২৪, রবিবার, ০৩:৪১:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশের প্রধান দুই শত্রু বিএনপি আর ডেঙ্গু: ওবায়দুল কাদের মিয়ানমারের নাগরিকের সহযোগিতায় মানব পাচার পাকুন্দিয়া প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী দেশবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন নবাব আলী হাসিব খান বানভাসি মানুষের পাশে মুগদা থানা ইমাম উলামা পরিষদের পক্ষ থেকে সেক্রেটারি মুফতি শফিকুল ইসলাম মাজহারীর নগদ অর্থ বিতরণ আদালত কর্তৃক উজ্জ্বল মিয়াজী হত্যা মামলার ৪ আসামির জামিন আবারও না মঞ্জুর ৩ জেলায় উজ্জ্বল মিয়াজী হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ নৌ পুলিশ ও ডাকাতদলের মধ্যে গোলাগুলির আহত ৪, আটক ১ ব্যবসায়ী উজ্জ্বল মিয়াজী হত্যাকান্ডে জড়িতরা প্রশাসনের নাকের ডগায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে বাবলা ডাকাত ও কবিরখালাশীকে ধরিয়ে দিতে পারলে ২ লাখ টাকা পুরস্কার


প্রাণ বাঁচাতে দেশ ছাড়লেন তালেবানের সাক্ষাৎকার নেওয়া সেই নারী সাংবাদিক
ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ৩০-০৮-২০২১
প্রাণ বাঁচাতে দেশ ছাড়লেন তালেবানের সাক্ষাৎকার নেওয়া সেই নারী সাংবাদিক


প্রাণ বাঁচাতে আফগানিস্তান ছাড়লেন তালেবানের শীর্ষ নেতার সাক্ষাৎকার নেওয়া নারী সাংবাদিক বেহেস্তা আরঘান্দ। ২৪ বছর বয়সী বেহেস্তার সঙ্গে তার পরিবারও রয়েছে।

মঙ্গলবার কাতারের সেনাবাহিনীর বিমানে বেহেস্তা আরঘান্দ সে দেশে যান বলে জানিয়েছে সিএনএনসহ আন্তর্জাতিক সংবাদ মাধ্যম।

বেহেস্তা বলেন, তালেবান ওই শীর্ষ নেতার সাক্ষাৎকার নেওয়ার দু’দিন পরই মালালা ইউসুফজাইয়ের সাক্ষাৎকার নিই। কিন্তু তার পরে বাকিদের মতো আমিও ভয়ে দেশ ছেড়েছি। আমার পরিচিত বহু সাংবাদিক দেশ ছেড়েছেন। আমাদের সামনে এখন দু’টি সমস্যা। আফগানদের দেশ ছেড়ে বার করে আনা ও সেই সঙ্গে তালেবানের বিরুদ্ধে লড়াই চালানো।

বেহেস্তা বলেন, আমি আফগান নারীদের জন্য এই কাজ করেছি। তালেবান নেতাকে আমি বলেছিলাম, আপনারা নারীদের অধিকার দেন না। কিন্তু আমরা আমাদের অধিকার চাই। আমরা কাজ করে যেতে চাই। এটা আমাদের অধিকার।

তিনি বলেন, তালেবান যা প্রতিশ্রুতি দিয়েছে তা রাখলে হয়তো আগামী দিনে নারীরা কাজের অধিকার পাবে। সে ক্ষেত্রে আমি আবার দেশে ফিরে দেশের মানুষের জন্য কাজ করব।

চলতি মাসেই ইতিহাস গড়েছিলেন আফগানিস্তানের এই নারী সাংবাদিক। তালেবানের এক শীর্ষ নেতার সাক্ষাৎকার নিয়েছিলেন তিনি। সেই সাক্ষাৎকারে তালেবান শাসনে নারীদের অধিকার কতটা সুরক্ষিত থাকবে তা নিয়ে প্রশ্ন করেছিলেন বেহেস্তা।

গত ১৫ আগস্ট রাজধানী কাবুল দখল করেন তালেবান। তার দু’দিন পর অর্থাৎ ১৭ অগস্ট ওই সাক্ষাৎকার নেন বেহেস্তা। আফগানিস্তানের ইতিহাসে প্রথম বার তালেবানের কোনও মুখপাত্র সংবাদমাধ্যমে হাজির হয়ে সাক্ষাৎকার দেন। একজন নারী সাংবাদিকের ওই সাক্ষাৎকার গোটা বিশ্বে আলোড়ন ফেলেছিল।

নবম শ্রেণিতে পড়ার সময় থেকেই সাংবাদিক হওয়ার স্বপ্ন দেখেছিলেন বেহেস্তা। বেহেস্তা চার বছর কাবুল বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা নিয়ে অধ্য়ায়ন করেছেন। তিনি অল্প সময়ের মধ্যে বেশ কয়েকটি সংবাদ সংস্থা এবং রেডিও স্টেশনে কাজ করেছিলেন। তারপর চলতি বছরের শুরুতে উপস্থাপক হিসেবে দেশটির গণমাধ্যম টোলো নিউজে যোগ দেন বেহেস্তা।

বেহেস্তা বলেন, আমি টোলো নিউজ এক মাস এবং ২০ দিন কাজ করেছি। এর মধ্যেই তালেবান ক্ষমতায় আসে। 

সূত্র: সিএনএন।

শেয়ার করুন