<p><br></p>
০৫ জানুয়ারী ২০২৫, রবিবার, ১২:২৪:৫২ অপরাহ্ন


জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়নে প্রয়োজন একটি সুষ্ঠু নির্বাচন : আমীর খসরু
নিজস্ব প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ২৬-১২-২০২৪
জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়নে প্রয়োজন একটি সুষ্ঠু নির্বাচন : আমীর খসরু


বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, সকলের সমন্বিত প্রচেষ্টায় আন্দোলনের মাধ্যমে আমরা স্বৈরাচার সরকারকে পরাজিত করেছি। বাংলাদেশকে নিয়ে জনগণের যে প্রত্যাশা আকাঙ্ক্ষা সৃষ্টি হয়েছে তা বাস্তবায়নে প্রয়োজন একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন। বিএনপি সরকার গঠন করলে জনগণের প্রত্যাশাগুলো আমরা পূরণ করতে পারবো। দেশী-বিদেশী ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র চক্রান্ত থেমে নেই। সে ব্যাপারে সজাগ থাকতে হবে। ষড়যন্ত্র মোকাবেলায় ভেদাভেদ ভুলে সর্বস্তরের নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকতে হবে। জনগণের অধিকার প্রতিষ্ঠায় লড়াই করেছি চূড়ান্ত বিজয় হবে আমাদের। সে পর্যন্ত সবাইকে ধৈর্য ধারণ করতে হবে। 

আজ নগরীর মেহেদিবাগ নিজ বাসভবনে বিএনপি নেতা আবু সুফিয়ানের দলীয় স্থগিতাদেশ প্রত্যাহারের পর বিএনপি অঙ্গসংগঠনের নেতাদের সাথে শুভেচ্ছা বিনিময়কালে এসব কথা বলেন।

তিনি বলেন, রাষ্ট্র মেরামতে সংস্কার প্রয়োজন তবে তা হতে হবে সংসদে। জনগণের আস্থা, সমর্থন মেন্ডেট নিয়ে। জনগণের নির্বাচিত সংসদ সে সংস্কারগুলো বাস্তবায়ন করবে। রাষ্ট্র মেরামতে অনেক আগেই আমরা ৩১দফা প্রস্তাবনা দিয়েছি। সে লক্ষ্যে আমরা কাজ করছি। জনগণের দ্বারে দ্বারে যাচ্ছি। নির্বাচিত সরকারের মাধ্যমে আমরা ৩১দফা বাস্তবায়ন করবো এবং জনগণের কাছে দেওয়া প্রতিজ্ঞা পূরণ করবো।

এসময় চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবু সুফিয়ান, মহানগর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ইসকান্দর মির্জা, আনোয়ার হোসেন লিপু, সাবেক সহসভাপতি মাহবুবুল আলম, নাজিম উদ্দিন আহমেদ, মঞ্জুর আলম মঞ্জু, মো. বকতেয়ার, মঞ্জুর আলম মঞ্জু, জসিম উদ্দিন, চান্দগাঁও থানা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন ভুঁইয়া, ৭নং পশ্চিম ষোলশহর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মো. আসলাম, হাজী ইলিয়াছ, হাজী ইলিয়াছ শেকু, মুহাম্মদ হাসান লিটন প্রমুখ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন