<p><br></p>
গণপূর্ত অধিদপ্তরের ইলেকট্রো-মেকানিক্যাল (ই/এম) শাখায় এমন এক কর্মকর্তা আছেন যাকে তার সহকর্মীরা ব্যঙ্গ করে ডাকেন “মালের খসরু”। নামটি এসেছে “মালিক খসরু” নামের এই উপবিভাগীয় প্রকৌশলীর (এসডিই) চরিত্রের সঙ্গে একেবারে খাপ খেয়ে। সরকারি চাকরিতে থেকেও “মাল” বা টাকার পেছনে তার একনিষ্ঠতা এমন যে, পুরো অধিদপ্তরেই এটি এখন একধরনের প্রবাদে পরিণত হয়েছে। তথ্য অনুযায়ী, এই ডিপ্লোমা প্রকৌশলী মালিক খসরু দীর্ঘদিন ধরে রাজধানী ঢাকার ভেতরেই থেকে দায়িত্ব পালন করছেন। পদের সীমাবদ্ধতা, স্থানান্তরের নিয়ম, কিংবা প্রশাসনিক শৃঙ্খলা—কোনো কিছুই যেন তার ক্ষেত্রে প্রযোজ্য নয়। তিনি ঢাকাতেই ঘুরেফিরে দায়িত্ব পান একের পর এক লোভনীয় পদে। সবচেয়ে বিতর্কিত তথ্য হচ্ছে—তার এই অবস্থান টিকিয়ে রাখার পেছনে কাজ করেছে এক প্রভাবশালী সাবেক প্রধান প্রকৌশলীর “আধ্যাত্মিক প্রভাব” এবং প্রশাসনিক যোগসাজশের এক অদৃশ্য চক্র।
ভণ্ডপীরের ভণ্ড মুরীদ : গণপূর্ত অধিদপ্তরের সাবেক প্রধান প্রকৌশলী শামীম আখতারকে ঘিরে দীর্ঘদিন ধরেই নানা গুজব ও প্রভাবের কথা শোনা যায়। মালিক খসরু সেই আখতারেরই ঘনিষ্ঠ অনুসারী বা তথাকথিত “মুরীদ” হিসেবে পরিচিত। অধিদপ্তরের ভেতরে অনেকেই বলেন, “শামীম আখতারের আশীর্বাদপ্রাপ্ত মুরীদদের” তালিকায় শীর্ষে আছেন মালিক খসরু—যিনি নিজের পদোন্নতি, পদায়ন ও নানা প্রকল্পে কাজের সুযোগ পেতে সেই প্রভাবের অপব্যবহার করেছেন বারবার। অভ্যন্তরীণ সূত্র জানায়, ই/এম বিভাগের ৩ নম্বর ডিভিশনে সহকারী প্রকৌশলী হিসেবে কাজ করার সময় থেকেই খসরু তার মুরীদ-গুরু সম্পর্কের সুবিধা নিতে শুরু করেন। সরকারি নিয়ম উপেক্ষা করে তিনি দীর্ঘসময় ঢাকাতেই অবস্থান করেন। পরে প্রশাসনিক নিয়ম ভেঙে একই অফিস থেকে পদোন্নতি পেয়ে তিনি চলে আসেন ই/এম ৫ নম্বর ডিভিশনের উপবিভাগীয় প্রকৌশলী (এসডিই) হিসেবে। এই পদটি গণপূর্তের ইলেকট্রো-মেকানিক্যাল বিভাগের সবচেয়ে লোভনীয় দায়িত্বগুলোর একটি—যেখানে সরকারি ভবন, কোয়ার্টার, সাবস্টেশন, জেনারেটর, ফায়ার সেফটি ও ইলেকট্রিকাল ইনস্টলেশনসহ শত কোটি টাকার কাজ হয় প্রতি বছর।
আজিমপুর প্রকল্পে অনিয়মের পাহাড় : আজিমপুর সরকারি আবাসিক কোয়ার্টার এলাকাতেই মালিক খসরু দায়িত্ব পালন করেছেন সবচেয়ে দীর্ঘ সময়। এখানেই তিনি বহুতল বিশিষ্ট আবাসিক ভবন ও কার পার্কিং প্রকল্পের ইলেকট্রো-মেকানিক্যাল কাজ তদারকির দায়িত্বে ছিলেন। তদন্তে বেরিয়ে এসেছে, এই প্রকল্পের কাজের বিভিন্ন ধাপে তিনি ঠিকাদারদের ওপর প্রভাব খাটিয়ে “কমিশন” আদায় করেছেন নিয়মিত। প্রকল্পের মালামাল সরবরাহ, যন্ত্রপাতি স্থাপন ও পরিদর্শন সংক্রান্ত প্রতিটি ধাপে তৈরি হয়েছে ঘুষ বাণিজ্যের অঘোষিত চেইন। একাধিক সূত্র বলছে—খসরু ঠিকাদারদের ডেকে নিতেন অফিসে বা কখনো বাইরে, বিভিন্ন অজুহাতে। “কাজের ফাইল আটকে আছে”, “রিপোর্ট সাইন করতে হবে”, “সাইট ভিজিট দরকার”—এই ধরনের কথা বলে তিনি ভয়-ভীতি দেখিয়ে বড় অঙ্কের ঘুষ আদায় করতেন।
ঠিকাদারদের ভাষায়-“তিনি টাকা ছাড়া একটা কাগজও সাইন করতেন না।”
অবৈধ সম্পদের রাজ্য : অবৈধ উপায়ে অর্জিত অর্থে মালিক খসরুর এখন বিশাল সম্পদের সাম্রাজ্য। খিলগাঁও এলাকায় একটি আলীশান অ্যাপার্টমেন্ট, কয়েকজন ঠিকাদারের সঙ্গে যৌথভাবে ডেভেলপার ব্যবসা, টাঙ্গাইলের মধুপুরে ২০ বিঘা জমি, এবং নামে-বেনামে ২০ কোটি টাকারও বেশি সম্পদ তার দখলে রয়েছে বলে অভিযোগ রয়েছে। তথ্য বলছে, তিনি তার ভাই, ভাতিজা, স্ত্রী, শালা, শাশুড়ি ও আত্মীয়দের নামে প্রায় ২৫টি ব্যাংক হিসাব পরিচালনা করেন। এই হিসাবগুলো ব্যবহার করা হয় ঘুষ ও কমিশনের টাকা লেনদেনে। অধিকাংশ অর্থ প্রথমে ডলারে রূপান্তর করে বিদেশে পাঠানো হয়, পরে দেশে এনে বৈধকরণের চেষ্টা চলে—এমন তথ্যও এসেছে সংশ্লিষ্ট একটি গোয়েন্দা সংস্থার অনুসন্ধান প্রতিবেদনে।
প্রকল্পে নিম্নমানের সরঞ্জাম ও ক্ষতি : আজিমপুরের বহুতল ভবন প্রকল্পে সাবস্টেশন, জেনারেটর, সোলার প্যানেল, ফায়ার সেফটি সিস্টেম ও ইন্টারকম নেটওয়ার্ক স্থাপনে নিম্নমানের সরঞ্জাম ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। ঠিকাদারেরা জানিয়েছেন, “খসরু কম দামের চাইনিজ ব্র্যান্ড অনুমোদন করতেন, যাতে কমিশনের অঙ্কটা বেশি ওঠে।” ফলাফল— ভবনগুলোর অনেক জায়গায় এখন নিয়মিত দেখা দিচ্ছে বিদ্যুৎ সমস্যা, ফায়ার অ্যালার্মের ত্রুটি ও যান্ত্রিক গোলযোগ। তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে আজিমপুরের পলাশী সরকারি কোয়ার্টার মেরামত ও বৈদ্যুতিক কাজের জন্য ছিল ১১ লাখ ৩১ হাজার ১১৭ টাকার একটি ছোট চুক্তি। কিন্তু একই অর্থবছরে বহুতল কোয়ার্টার নির্মাণ প্রকল্পে ছিল প্রায় ৭ কোটি ৯১ লাখ টাকার ইলেকট্রিক্যাল সাবস্টেশন ও যন্ত্রপাতি সরবরাহের কাজ। এই বড় প্রকল্পেই তিনি ঠিকাদারের কাছ থেকে গোপনে সরবরাহ চুক্তি নিয়ে প্রায় অর্ধকোটি টাকা হাতিয়ে নেন বলে অভিযোগ।
ঠিকাদারদের মুখে মালিক খসরুর দৌরাত্ম্য : নাম প্রকাশে অনিচ্ছুক এক ঠিকাদার বলেন, “সরকারি কাজ ঠিকঠাক চালাতে হলে খসরুর মন পেতে হয় আগে। একবার এক প্রকল্পে কাজের বিল আটকে দেন—কেবল এজন্য যে, আমি হোটেলে তাকে আপ্যায়ন করিনি।” আরেকজন জানান, “ফাইভ স্টার হোটেলে ডিনার, ঢাকার বাইরে ভ্রমণ—সবই করাতে হয়েছে তাকে সন্তুষ্ট রাখতে। তারপরও তিনি সাইটে গিয়ে নানা অজুহাতে হয়রানি করতেন।” তারা অভিযোগ করেন, তিনি চরিত্রহীন, অশালীন ও দুর্ব্যবহারকারী একজন কর্মকর্তা, যিনি টাকার জন্য ঠিকাদারের সঙ্গে যেকোনো রকম ব্যবহার করতে পারেন।
গণপূর্ত অধিদপ্তরের কয়েকজন কর্মকর্তা জানান, মালিক খসরুর দৌরাত্ম্য টিকে আছে মূলত উচ্চপর্যায়ের প্রভাবশালীদের ছত্রছায়ায়। একসময় তিনি স্বৈরাচার আমলের প্রভাবশালী রাজনীতিক ও সাবেক কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাকের কাছাকাছি ছিলেন। সেই সূত্রে ই/এম বিভাগের তেজগাঁও সেকশন ও কাঠের কারখানাসহ গুরুত্বপূর্ণ প্রকল্পে দায়িত্ব পান তিনি। প্রশাসনিক নিয়ম অনুযায়ী, একই শহরে তিন বছরের বেশি সময় দায়িত্ব পালনের সুযোগ নেই। কিন্তু মালিক খসরু নিয়মকে উপেক্ষা করে টানা ১০ বছরের বেশি সময় ধরে ঢাকা শহরেই থেকে যাচ্ছেন, কখনো ৩নং ডিভিশনে, কখনো ৫নং, আর সম্প্রতি ৭নং ডিভিশনের অধীনে ১৪নং সাবডিভিশনে স্থান পেয়েছেন। সাবেক প্রধান প্রকৌশলী শামীম আখতার দায়িত্ব ছাড়ার মাত্র ২৯ দিন আগে এক অফিস আদেশের মাধ্যমে এই পোষ্টিং করে যান। অধিদপ্তরজুড়ে এই বদলি নিয়ে তীব্র আলোচনা হয়—“গুরু-শিষ্যের শেষ উপহার” বলে অনেকে কটাক্ষ করেন।
গোপন ব্যবসা ও কমিশনের হিসাব : মালিক খসরু সরকারি কর্মকর্তা হলেও তার নামে ও আত্মীয়দের নামে নিবন্ধিত রয়েছে ব্রাদার্স ইলেকট্রিক ও আরও কয়েকটি ঠিকাদারী প্রতিষ্ঠান। অভিযোগ রয়েছে, তিনি এই প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে নিজেরই অধিদপ্তরে টেন্ডারে অংশগ্রহণ করান, কখনো সরাসরি, কখনো অন্যদের নামে। একজন সাবেক ঠিকাদার বলেন, “একটা কাজ না দিলে তিনি বিভিন্নভাবে হুমকি দিতেন। আর কাজ পেলে কমিশনের ভাগ না দিলে পেমেন্ট বন্ধ করতেন।” অধিদপ্তরের কিছু কর্মকর্তা গোপনে স্বীকার করেছেন—খসরুর মতো কিছু “স্থায়ী ঢাকা-কেন্দ্রিক প্রকৌশলী”র কারণেই প্রকল্প বাস্তবায়নের স্বচ্ছতা প্রশ্নবিদ্ধ হচ্ছে প্রতিনিয়ত।
বিদেশে অর্থ পাচারের অভিযোগ : অর্থ পাচার রোধ আইনের আওতায় মালিক খসরুর নাম এখন দুদক ও অর্থনৈতিক গোয়েন্দা ইউনিটের নজরদারিতে রয়েছে। সূত্র জানিয়েছে, তিনি ঘুষ ও কমিশনের টাকা হুন্ডির মাধ্যমে বিদেশে পাঠিয়ে পরে পুনরায় দেশে এনে বৈধ আয়ের মতো দেখানোর কৌশল অবলম্বন করেন। এর জন্যই তিনি আত্মীয়স্বজনের নামে একাধিক ব্যাংক একাউন্ট খুলেছেন, যেখানে নিয়মিত ডলার বা বিদেশি মুদ্রা লেনদেন হয়।
প্রশাসনিক উদাসীনতা : অধিদপ্তরের এক উর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, “খসরুর বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পুরনো। কিন্তু কেউ লিখিতভাবে কিছু না বললে আমরা ব্যবস্থা নিতে পারি না।” তবে অভ্যন্তরীণ তথ্য বলছে—যখনই তার বিরুদ্ধে কোনো অভিযোগ আসে, তখনই “উর্ধ্বতন মহলের ফোন” আসে সেই ফাইল থামিয়ে দিতে। ফলে বহুদিন ধরেই তার অনিয়মের অভিযোগ থেকে যায় অনিয়মিতই। গণপূর্ত অধিদপ্তরে বর্তমানে স্বচ্ছতা ও জবাবদিহিতার দাবি জোরালো হলেও মালিক খসরুর মতো কর্মকর্তারা সেই প্রচেষ্টাকে ব্যর্থ করে দিচ্ছেন বলে মন্তব্য করেছেন সংশ্লিষ্টরা। প্রশ্ন উঠেছে—একজন ডিপ্লোমা প্রকৌশলী কীভাবে এত সম্পদের মালিক হলেন? তার ব্যাংক হিসাব, বিদেশ ভ্রমণ ও পরিবারের আর্থিক লেনদেনের উৎস কি কখনো পর্যালোচনা করা হয়েছে? দুদক বা মন্ত্রণালয় যদি এই বিষয়ে পূর্ণাঙ্গ তদন্ত শুরু করে, তবে সত্যিই চমকপ্রদ তথ্য বেরিয়ে আসবে বলে ধারণা সংশ্লিষ্টদের। এসডিই মালিক খসরুর ব্যবহৃত ০১৭১২ৃ৬৪ নম্বরে একাধিকবার কল করেও কোনো সাড়া পাওয়া যায়নি। তাই এ বিষয়ে তার বক্তব্য জানা সম্ভব হয়নি।
(পরবর্তী পর্বে থাকছে মালিক খসরুর বিদেশি ভ্রমণ ও সম্পদ সঞ্চয়ের বিস্তারিত অনুসন্ধান)