<p><br></p>
০৭ জানুয়ারী ২০২৫, মঙ্গলবার, ০৮:০৯:৩৪ পূর্বাহ্ন


সেরা দশে মেহেদী, ক্যারিয়ার সেরা র‌্যাঙ্কিংয়ে তাসকিন, রিশাদ, তানজিম, হাসান
স্পোর্টস ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২৫-১২-২০২৪
সেরা দশে মেহেদী, ক্যারিয়ার সেরা র‌্যাঙ্কিংয়ে তাসকিন, রিশাদ, তানজিম, হাসান


তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে তাদেরই মাটিতে হোয়াইটওয়াশ করার পর এব বাংলাদেশের বোলাররা সুখবর পেলেন। ক্যারিয়ার সেরা ্যাঙ্কিংয়ে একসঙ্গে উন্নতি করেছেন শেখ মেহেদী হাসান, তাসকিন আহমেদ, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব হাসান মাহমুদ। এদের সাবাই ্যারিয়ার সেরা রেটিং পেয়েছেন।

মেহেদি প্রথমবার টি-টোয়েন্টি বোলারদের ্যাঙ্কিংয়ে সেরা দশে জায়গা করে নিয়েছেন। তার ঠিক পরেই তাসকিনের নাম। এছাড়া সেরা পঁচিশের মধ্যে আছেন রিশাদ হাসান। এই চার জনের পাশাপাশি তানজিম হাসানও উঠেছেন ক্যারিয়ার সেরা অবস্থানে।

বুধবার বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি ছেলেদের ্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করেছে। যেখানে এই সিরিজে মাত্র .৭৫ গড় ওভারপ্রতি .১৮ রান খরচায় উইকেট নেন মেহেদী। পাশাপাশি ব্যাট হাতে ৩৭ রান করে সিরিজ সেরার পুরস্কার জেতেন ৩০ বছর বয়সী অলরাউন্ডার। এই তারকা বোলারদের তালিকায় ১৩ ধাপ এগিয়ে এখন ১০ নম্বরে উঠেছেন। তার নামের পাশে ৬৩৬ রেটিং পয়েন্ট।

সিরিজে ওভারপ্রতি সাত রানের কম খরচায় উইকেটে নিয়ে তাসকিনও এগিয়েছেন ১৩ ধাপ। ৬৩০ রেটিং নিয়ে তিনি এখন ১১ নম্বর।

রিশাদ একই সিরিজে ওভারপ্রতি ছয়ের কম রান দিয়ে উইকেট নেন। তিনি ২১ ধাপ এগিয়ে এখন ৬২১ রেটিং নিয়ে আছেন ১৭ নম্বরে। ওভারপ্রি মাত্র .০৮ রান খরচায় উইকেট নেওয়া হাসান এগিয়েছেন ২৩ ধাপ। ৫৯৭ রেটিং নিয়ে তিনি এখন ২৪ নম্বরে।

এদিকে আরেক পেসার তানজিম ১৬ ধাপ এগিয়ে ৫১৭ রেটিং নিয়ে স্কটল্যান্ডের মার্ক ওয়াটের সঙ্গে যৌথভাবে ৪৫ নম্বরে অবস্থান করছেন।

তবে ছুটি নিয়ে ওয়েস্ট ইন্ডিজ সফরে না যাওয়ায় সাত ধাপ পিছিয়ে ২৬ নম্বরে নেমে গেছেন বাংলাদেশের আরেক পেসার মোস্তাফিজুর রহমান। এই তালিকায় শীর্ষে ওয়েস্ট ইন্ডিজের আকিল হোসেন।

মেহেদি অলরাউন্ডার ্যাঙ্কিংয়েও এগিয়েছেন। ১০ ধাপ লাফিয়ে ৩০ নম্বরে অবস্থান করছেন তিনি। বোলারদের মতো এই তালিকায়ও বাংলাদেশিদের মধ্যে তিনিই সবার ওপরে। এই তালিকার এক নম্বরে ভারতের হার্দিক পান্ডিয়া।

ব্যাটারদের মধ্যে সেরা ত্রিশে নেই বাংলাদেশের কেউ। এক নম্বর জায়গা ধরে রেখেছেন অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড।

শেয়ার করুন