<p><br></p>
০৫ জানুয়ারী ২০২৫, রবিবার, ১২:৪০:২৬ অপরাহ্ন


ফর্মে ফেরা এমবাপ্পেকে নিয়ে যা বললেন আনচেলত্তি
নিজস্ব প্রতিবেদক
  • আপডেট করা হয়েছে : ২৩-১২-২০২৪
ফর্মে ফেরা এমবাপ্পেকে নিয়ে যা বললেন আনচেলত্তি


সেভিয়াকে হারিয়ে বার্সেলোনাকে তিনে ঠেলে দুইয়ে উঠে এসেছে জায়ান্ট রিয়াল মাদ্রিদ। সেভিয়াকে রিয়াল বিধ্বস্ত করেছে - গোলে। রিয়ালের হয়ে এদিন গোল পেয়েছেন চার আলাদা ফুটবলার। তারা হলেন- কিলিয়ান এমবাপ্পে, ব্রাহিম দিয়াজ, রদ্রিগো ফেদেরিকো ভালভের্দে। গোলের পাশাপাশি একটি অ্যাসিস্ট করে দলের জয়ে সবচেয়ে বড় অবদান এমবাপ্পের।

সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়ালের হয়ে গোলমুখ খোলেন এমবাপ্পেই। ম্যাচের দশম মিনিটে বক্সে রদ্রিগোর পাস পান ফ্রান্সের বিশ্বকাপজয়ী এই ফরোয়ার্ড। বলের নিয়ন্ত্রণ নিয়ে জোরালো শটে গোল করতে ভুল করেননি এই তারকা। রিয়ালের জার্সিতে সবমিলিয়ে এমবাপ্পের এটি ১৪তম গোল।

জয়ের পর দলের প্রশংসা করে সেরা তারকা কিলিয়ান এমবাপ্পেকেও নিয়ে কথা বলেছেন কোচ কার্লো আনচেলত্তি।

ম্যাচ শেষে আনচেলত্তি বলেন, ‘এসি মিলানের বিপক্ষে হারের পর আমরা ড্রেসিং রুমে খুব পরিষ্কারভাবে কথা বলে সবকিছু সাজিয়ে নিয়েছিলাম। আত্মসমালোচনা থেকে আমরা বুঝতে পারি, আমাদের কীসের অভাব ছিল, আর সেটা হলো মানসিক দৃঢ়তার, সম্মিলিত নিবেদনের, একটু বেশি দৌড়ানোর অভাব।

এমবাপ্পেকে নিয়ে তিনি বলেন, ‘সবকিছু আমাদের যেভাবে করা দরকার ছিল, সেভাবে কাজ করে আমরা ঘুরে দাঁড়িয়েছি... এমবাপে নিজের কাজের ভুল খুঁজে বের করেছে, আর একারণেই সে এমন একটি পরিস্থিতি থেকে বেরিয়ে এসেছে, যা আরও জটিল হতে পারত।

লা লিগার টেবিলে দুইয়ে থাকা রিয়ালের ঝুলিতে এখন ৪০ পয়েন্ট। ১৮ ম্যাচে ১২ জয় পেয়েছে লস ব্লাঙ্কোসরা। অন্যদিকে, সমান ম্যাচ খেলে এক পয়েন্ট বেশি নগর প্রতিদ্বন্দ্বী অ্যাতলেতিকোর। এক ম্যাচ বেশি খেলে ৩৮ পয়েন্ট নিয়ে তিনে বার্সেলোনা।

শেয়ার করুন