<p><br></p>
গ্রিসের
গাভডোস দ্বীপের কাছে অভিবাসনপ্রত্যাশীদের একটি নৌকাডুবির ঘটনায় পাঁচজনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনার পর এ পর্যন্ত
৩৯ জনকে উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও ৪০ জন। গ্রিক
কোস্টগার্ডের বরাতে এ তথ্য জানিয়েছে
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।
জানা
যায়, শনিবার মধ্যরাতে নৌকাটি ডুবে যাওয়ার পর গাভডোসের দক্ষিণাঞ্চলে
বৃহৎ উদ্ধার অভিযান শুরু হয়। উদ্ধারকাজে অংশ নিয়েছে বিভিন্ন জাহাজ ও বিমান।
একই
দিনে, মাল্টা পতাকাবাহী একটি কার্গো জাহাজ গাভডোস থেকে ৪০ নটিক্যাল মাইল
(৭৪ কিলোমিটার) দূরে থাকা একটি নৌকা থেকে ৪৭ জন অভিবাসীকে
উদ্ধার করেছে। এছাড়া, গাভডোসের ২৮ নটিক্যাল মাইল
(৫২ কিলোমিটার) দূরে ৮৮ জনকে উদ্ধার
করেছে একটি ট্যাংকার।
উদ্ধার
হওয়া নৌকাগুলো লিবিয়া থেকে একসঙ্গে যাত্রা শুরু করেছিল বলে ধারণা করা হচ্ছে।
২০১৫-২০১৬ সালে মধ্যপ্রাচ্য, আফ্রিকা ও এশিয়া থেকে
প্রায় ১০ লাখ অভিবাসনপ্রত্যাশী
গ্রিসে প্রবেশ করেছিল। বেশিরভাগই ঝুঁকিপূর্ণ রুটে ছোট নৌকায় সমুদ্র পাড়ি দেয়।
গত
বছর থেকে গ্রিসে অভিবাসনপ্রত্যাশী প্রবাহ ২৫ শতাংশ বাড়তে
দেখা গেছে, বিশেষত রোডস এবং দক্ষিণ-পূর্ব এজিয়ান অঞ্চলে।
গত
নভেম্বরে সামোস দ্বীপের উত্তরে একটি নৌকাডুবির ঘটনায় আটজন নিহত হন, যাদের মধ্যে ছয়জন ছিল শিশু।
জাতিসংঘের
পরিসংখ্যান অনুযায়ী, এ বছর কেন্দ্রীয়
ভূমধ্যসাগরে ১ হাজার ৫৩৬
জনের মৃত্যু বা নিখোঁজ হওয়ার
খবর পাওয়া গেছে। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা জানিয়েছে, গত এক দশকে
ভূমধ্যসাগরে ৩০ হাজার ৩০৯
জন অভিবাসনপ্রত্যাশী প্রাণ হারিয়েছেন, যার মধ্যে গত বছর মারা
যান তিন হাজারেরও বেশি।