<p><br></p>
ত্রুটিপূর্ণ
বোলিং অ্যাকশনের কারণে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) সাকিব আল হাসানের বোলিং
নিষিদ্ধ করেছে। বাংলাদেশের এই তারকা বাঁহাতি
স্পিনার ইসিবি’র আয়োজিত প্রতিযোগিতায়
আর বোলিং করতে পারবেন না। তাই প্রশ্ন উঠেছে সাকিব কী আন্তর্জাতিক ও
ঘরোয়া ক্রিকেটে বল করতে পারবেন?
কিংবা কী বলা আছে
আইসিসির নিয়মে।
ক্রিকেটের
সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার (আইসিসি) সন্দেহজনক ও ত্রুটিপূর্ণ বোলিং
নিয়ে একটি নীতিমালা আছে। তার ১১.৩ অনুচ্ছেদে
বলা হয়েছে, একটি জাতীয় ক্রিকেট বোর্ড যদি কোনো খেলোয়াড়ের বোলিং নিষিদ্ধ করে এবং তা স্বীকৃত পরীক্ষাগারে
বৈধভাবে প্রমাণিত হয়, তবে সেই নিষেধাজ্ঞা আন্তর্জাতিক ক্রিকেটেও কার্যকর হবে। অর্থাৎ, ইসিবি’র নিষেধাজ্ঞা অনুযায়ী
সাকিবের বোলিং আন্তর্জাতিক ক্রিকেটেও অবৈধ বলে বিবেচিত হবে।
তবে
নীতিমালার ১১.৪ অনুচ্ছেদ
অনুসারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) দেশের ঘরোয়া ক্রিকেটে সাকিবের বোলিং নিয়ে সিদ্ধান্ত নেয়ার এখতিয়ার রাখে। এই অনুচ্ছেদে বলা
হয়েছে, ‘১১.১ ও
১১.৩ অনুচ্ছেদ অনুসারে
সাসপেন্ড হওয়া সত্ত্বেও খেলোয়াড়কে তার জাতীয় ক্রিকেট ফেডারেশন ঘরোয়া প্রতিযোগিতায় বোলিং চালিয়ে যেতে অনুমতি দিতে পারবে (তবে কোনো বাধ্যবাধকতা থাকবে না)।
নিয়মানুযায়ী,
বোলিং ডেলিভারির সময় বোলারের কনুই ১৫ ডিগ্রির বেশি
বাঁকা হতে পারে না। ইসিবি’র পরীক্ষায় দেখা
গেছে, সাকিবের কনুই অনুমোদিত সীমার চেয়ে বেশি বাঁকা হচ্ছে। তবে তার কনুই কত ডিগ্রি বাঁকা
হয়েছে, তা প্রকাশ করা
হয়নি।
সাকিব
ডিসেম্বরের প্রথম সপ্তাহে ইংল্যান্ডের লাফবরো ইউনিভার্সিটির আইসিসি স্বীকৃত পরীক্ষাগারে বোলিং অ্যাকশনের পরীক্ষা দিয়েছিলেন। এই পরীক্ষার ফলাফলের
ভিত্তিতেই ইসিবি তার বোলিং নিষিদ্ধ করে।
আইসিসি’র নীতিমালার ১১.৪ অনুচ্ছেদ অনুসারে,
সাকিব চাইলে যেকোনো সময় তার বোলিং অ্যাকশনের আরও বিশদ পরীক্ষা করাতে পারবেন। এই পরীক্ষা আইসিসি
স্বীকৃত পরীক্ষাগারে হতে হবে। পরীক্ষায় যদি দেখা যায়, তার বোলিং অ্যাকশন বৈধ, তবে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে। এরপর তিনি আবার আন্তর্জাতিক এবং ঘরোয়া ক্রিকেটে বোলিং করতে পারবেন।
চলতি
বছর ইংল্যান্ডের কাউন্টি চ্যাম্পিয়নশিপে সারের হয়ে খেলার সময় তার বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন আম্পায়াররা। সেখান থেকেই পুরো প্রক্রিয়ার শুরু। এদিকে, নিষেধাজ্ঞার খবরের মধ্যে সাকিব বর্তমানে লঙ্কা প্রিমিয়ার লিগে গল মার্ভেলসের হয়ে
খেলছেন। গতকাল রাতের ম্যাচে নুয়ারা এলিয়া কিংসের বিপক্ষে ব্যাটিংয়ে নেমে ৩ বলে ৬
রান করে আউট হন। যদিও শেষ পর্যন্ত ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়।