২৭ এপ্রিল ২০২৪, শনিবার, ১০:৫৯:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
দেশের প্রধান দুই শত্রু বিএনপি আর ডেঙ্গু: ওবায়দুল কাদের মিয়ানমারের নাগরিকের সহযোগিতায় মানব পাচার পাকুন্দিয়া প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী দেশবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন নবাব আলী হাসিব খান বানভাসি মানুষের পাশে মুগদা থানা ইমাম উলামা পরিষদের পক্ষ থেকে সেক্রেটারি মুফতি শফিকুল ইসলাম মাজহারীর নগদ অর্থ বিতরণ আদালত কর্তৃক উজ্জ্বল মিয়াজী হত্যা মামলার ৪ আসামির জামিন আবারও না মঞ্জুর ৩ জেলায় উজ্জ্বল মিয়াজী হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ নৌ পুলিশ ও ডাকাতদলের মধ্যে গোলাগুলির আহত ৪, আটক ১ ব্যবসায়ী উজ্জ্বল মিয়াজী হত্যাকান্ডে জড়িতরা প্রশাসনের নাকের ডগায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে বাবলা ডাকাত ও কবিরখালাশীকে ধরিয়ে দিতে পারলে ২ লাখ টাকা পুরস্কার


সম্প্রীতির বন্ধন সুদৃঢ় করার লক্ষ্যে নাসিরনগরে মতবিনিময় সভা
ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ১৯-১০-২০২১
সম্প্রীতির বন্ধন সুদৃঢ় করার লক্ষ্যে নাসিরনগরে মতবিনিময় সভা


ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে উপজেলা প্রশাসনের উদ্যোগে সম্প্রীতির বন্ধন সুদৃঢ় করার লক্ষ্যে আজ মঙ্গলবার সকালে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। “সম্প্রীতিই ঐতিহ্য বাংলার ঘরে ঘরে, বিদ্বেষের বিষ তাকে না ক্ষতিগ্রস্ত করে” এই শ্লোগানকে সামনে রেখে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য বি.এম. ফরহাদ হোসেন সংগ্রাম।

উপজেলা নির্বাহী অফিসার হালিমা খাতুনের সভাপতিত্বে ও সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান শাওনের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ডা. রাফিউদ্দিন আহমেদ, উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দ ফজলে ইয়াস আল হোসাইন, মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল্লাহ সরকার, উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের সভাপতি পীরজাদা মাওলানা রিয়াজুল করিম আল কাদরী, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি অনাথ বন্ধু দাস।

বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা সোহরাব মোল্লা, উপজেলা ওলামা পরিষদের সভাপতি মাওলানা শামসুদ্দিন আহমেদ, উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের সাধারণ সম্পাদক মাওলানা আতাউর রহমান গিলমান, ইসলামি ফাউন্ডেশনের ফিল্ড অফিসার কাজী মাহমুদুর নবী, পুরোহিত সুকদা বলরাম দাস, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সুজিত কুমার চক্রবর্তী, সাংবাদিক আকতার হোসেন ভুঁইয়া প্রমুখ।  

সভায় প্রধান অতিথির বক্তব্যে বি.এম. ফরহাদ হোসেন সংগ্রাম এমপি বলেন, কোনো ধর্মই দ্বন্দ্ব-হানাহানি সমর্থন করে না, সব ধর্মই শান্তির আহ্বান জানায়। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। সকলের আন্তরিক সহযোগিতার মধ্য দিয়ে শান্তি প্রতিষ্ঠা সম্ভব। তিনি সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সকলকে যার যার অবস্থান থেকে কাজ করার আহ্বান জানান।

সভায় সরকারি কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, ইমাম, পুরোহিত, শিক্ষক, বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন।

শেয়ার করুন