২৮ এপ্রিল ২০২৪, রবিবার, ০৫:০৫:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশের প্রধান দুই শত্রু বিএনপি আর ডেঙ্গু: ওবায়দুল কাদের মিয়ানমারের নাগরিকের সহযোগিতায় মানব পাচার পাকুন্দিয়া প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী দেশবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন নবাব আলী হাসিব খান বানভাসি মানুষের পাশে মুগদা থানা ইমাম উলামা পরিষদের পক্ষ থেকে সেক্রেটারি মুফতি শফিকুল ইসলাম মাজহারীর নগদ অর্থ বিতরণ আদালত কর্তৃক উজ্জ্বল মিয়াজী হত্যা মামলার ৪ আসামির জামিন আবারও না মঞ্জুর ৩ জেলায় উজ্জ্বল মিয়াজী হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ নৌ পুলিশ ও ডাকাতদলের মধ্যে গোলাগুলির আহত ৪, আটক ১ ব্যবসায়ী উজ্জ্বল মিয়াজী হত্যাকান্ডে জড়িতরা প্রশাসনের নাকের ডগায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে বাবলা ডাকাত ও কবিরখালাশীকে ধরিয়ে দিতে পারলে ২ লাখ টাকা পুরস্কার


বাগেরহাটে ভেজাল বিরোধী অভিযানে ৭৫ হাজার টাকা জরিমানা
ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ০৭-০৯-২০২১
বাগেরহাটে ভেজাল বিরোধী অভিযানে ৭৫ হাজার টাকা জরিমানা


বাগেরহাট শহরের কচুয়াপট্টি এলাকার সুমন বেকারির কারখানায় অভিযান চালিয়ে মালিককে ৭৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার দুপুরে বাগেরহাট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত নূর মৌসুমী অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য উৎপাদন ও বিএসটিআই এর লোগো ব্যবহার করে পণ্য বাজারজাত করার অভিযোগে কারখানা মালিককে এই জরিমানা করেন। 

কারখানাটি বিএসটিআই'র অনুমোদন নেবে এবং স্বাস্থ্যসম্মত ভাবে খাদ্য পণ্য তৈরি করবে তার জন্য সতর্ক করে ভ্রাম্যমাণ আদালত। এসময় র‌্যাব-৬ এর কোম্পানি কমান্ডার এম নাজিউর রহমান, বিএসটিআই এর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাগেরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত নূর মৌসুমী বলেন, র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব-৬) এর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শহরের কচুয়াপট্টি এলাকায় অবস্থিত সুমন বেকারীর কারখানায় অভিযানে যাই। এই কারখানায় বিস্কুট, চানাচুরসহ নানা ধরনের খাদ্য তৈরি করছে কারখানার শ্রমিকরা। কারাখানার ভেতরে মেঝে স্যাতসেতে নোংরা, পণ্য তৈরির কাঁচামাল খোলা জায়গায় রাখা। তাতে মশা মাছি পড়ছে। এছাড়াও কিছু কাঁচামাল পচে গন্ধ ছড়াচ্ছে। কারখানাজুড়ে অস্বাস্থ্যকর পরিবেশ। তিনি আরও বলেন, কারখানায় বিস্কুট, চানাচুরসহ বিভিন্ন ধরনের পণ্য উৎপাদন হচ্ছে তাতে বিএসটিআই এর অনুমোদন না নিয়ে মোড়কে অবৈধভাবে লোগো ব্যবহার করা হয়েছে। পরিবেশ খুবই নোংরা। কারখানা মালিককে ৭৫ হাজার টাকা জরিমানা করেছি। জনস্বাস্থের কথা বিবেচনা করে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।

শেয়ার করুন