২৮ এপ্রিল ২০২৪, রবিবার, ০৯:৫৫:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশের প্রধান দুই শত্রু বিএনপি আর ডেঙ্গু: ওবায়দুল কাদের মিয়ানমারের নাগরিকের সহযোগিতায় মানব পাচার পাকুন্দিয়া প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী দেশবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন নবাব আলী হাসিব খান বানভাসি মানুষের পাশে মুগদা থানা ইমাম উলামা পরিষদের পক্ষ থেকে সেক্রেটারি মুফতি শফিকুল ইসলাম মাজহারীর নগদ অর্থ বিতরণ আদালত কর্তৃক উজ্জ্বল মিয়াজী হত্যা মামলার ৪ আসামির জামিন আবারও না মঞ্জুর ৩ জেলায় উজ্জ্বল মিয়াজী হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ নৌ পুলিশ ও ডাকাতদলের মধ্যে গোলাগুলির আহত ৪, আটক ১ ব্যবসায়ী উজ্জ্বল মিয়াজী হত্যাকান্ডে জড়িতরা প্রশাসনের নাকের ডগায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে বাবলা ডাকাত ও কবিরখালাশীকে ধরিয়ে দিতে পারলে ২ লাখ টাকা পুরস্কার


কুরআন অবমাননার সাথে জড়িতদেরকে অনতিবিলম্বে গ্রেফতার করে শাস্তি নিশ্চিত করুন! -ছাত্র জমিয়ত সিলেট জেলা
আবু তালহা তোফায়েল . বার্তা প্রেরক
  • আপডেট করা হয়েছে : ১৫-১০-২০২১
কুরআন অবমাননার সাথে জড়িতদেরকে অনতিবিলম্বে গ্রেফতার করে শাস্তি নিশ্চিত করুন! -ছাত্র জমিয়ত সিলেট জেলা


১৪ অক্টোবর বৃহস্পতিবার আসরের নামাজের পর সিলেট জেলা ছাত্র জমিয়তের ডাকে কুমিল্লায় কুরআন অবমাননার প্রতিবাদ ও জড়িতদেরকে দ্রুত গ্রেফতারের দাবিতে এক বিক্ষোভ মিছিল এবং পথসভা অনুষ্ঠিত হয়। শাখা সভাপতি আব্দুল হামিদ খানের সভাপতিত্বে ও সেক্রেটারী লুকমান হাকিমের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সিলেট মহানগর জমিয়তের সভাপতি মাওলানা খলিলুরর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট জেলা জমিয়তের সহ-সভাপতি মাওলানা আতাউর রহমান। আরো বক্তব্য রাখেন, বন্দরবাজার জামে মসজিদের পেশ ইমাম হাফিজ মাওলানা কামাল উদ্দীন, জেলা জমিয়তের প্রচার সম্পাদক রায়হান উদ্দীন, সিলেট মহানগর যুবজমিয়তের সভাপতি কবির আহমদ ও হকার্স মার্কেটের চেয়ারম্যােন শেখ কবীর আহমদ। বক্তাগণ বলেন, কুরআন পৃথিবীর শ্রেষ্ঠ ও অমর গ্রন্থ। এতে কোনো সন্দেহ নেই। এটা মহান। অপবিত্র অবস্থায় এটা স্পর্শ করার কোনো সুযোগ নেই। কুরআন পৃথিবীতে শান্তির কথা বলে। যারা এর অবমাননা করে তারা পৃথিবীর নষ্ট জাতি। যারাই কুরআনের সাথে বেআদবী করেছে, সময়ের ব্যবধানে তারা চরমভাবে ধ্বংস হয়েছে। বক্তাগণ কুমিল্লায় কুরআন অবমাননার তীব্র নিন্দা জানান। জড়িতদেরকে অনতিবিলম্বে গ্রেফতার করে শাস্তি নিশ্চিৎ করতে প্রশাসনের কাছে জোর দাবি উপস্থাপন করেন। তথ্যপ্রতিমন্ত্রী মুরাদ হাসানের রাষ্ট্রধর্ম ইসলাম নিয়ে সংবিধানবিরোধী বক্তব্যের কড়া সমালোচনা করেন। রাষ্ট্রধর্ম ইসলাম নিয়ে বিভ্রান্তিকর বক্তব্য প্রত্যাহার করতে হবে বলে দাবি জানান। বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন, সংগঠনের বিভিন্ন শাখা ও বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, সাধারণ আলেম-উলামা, ইমাম-মুআজ্জিন, ছাত্রজমিয়তকর্মী, তৌহিদী জনতা, ব্যবসায়ী, মিডিয়াকর্মী-সহ সহস্রাধিক তাওহিদী জনতা।পরিশেষ সভাপতির বক্তব্যের মধ্যদিয়ে সমাপ্ত হয় বিক্ষোভ মিছিল ও পথসভা। .

শেয়ার করুন