২০ সেপ্টেম্বর ২০২৪, শুক্রবার, ০৫:৩৯:২৫ অপরাহ্ন
শিরোনাম :
দেশের প্রধান দুই শত্রু বিএনপি আর ডেঙ্গু: ওবায়দুল কাদের মিয়ানমারের নাগরিকের সহযোগিতায় মানব পাচার পাকুন্দিয়া প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী দেশবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন নবাব আলী হাসিব খান বানভাসি মানুষের পাশে মুগদা থানা ইমাম উলামা পরিষদের পক্ষ থেকে সেক্রেটারি মুফতি শফিকুল ইসলাম মাজহারীর নগদ অর্থ বিতরণ আদালত কর্তৃক উজ্জ্বল মিয়াজী হত্যা মামলার ৪ আসামির জামিন আবারও না মঞ্জুর ৩ জেলায় উজ্জ্বল মিয়াজী হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ নৌ পুলিশ ও ডাকাতদলের মধ্যে গোলাগুলির আহত ৪, আটক ১ ব্যবসায়ী উজ্জ্বল মিয়াজী হত্যাকান্ডে জড়িতরা প্রশাসনের নাকের ডগায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে বাবলা ডাকাত ও কবিরখালাশীকে ধরিয়ে দিতে পারলে ২ লাখ টাকা পুরস্কার


পাঞ্জাবকে হারিয়ে প্লে-অফে ব্যাঙ্গালুর
ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ০৪-১০-২০২১
পাঞ্জাবকে হারিয়ে প্লে-অফে ব্যাঙ্গালুর


ধোনির চেন্নাই সুপার কিংস, ঋষভের দিল্লি ক্যাপিটালসের পর এবার বিরাটের রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুর। চলতি আইপিএলের তৃতীয় দল হিসেবে প্লে-অফের টিকিট নিশ্চিত করল আরসিবি। বাকি থাকল আর একটা মাত্র জায়গা। লড়াই কলকাতা, পাঞ্জাব, মুম্বই ও রাজস্থানের মধ্যে।

গতকাল রবিবার (৩ অক্টোবর) শারজার মাঠে টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিতে কোনও ভুল করেননি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরের অধিনায়ক বিরাট কোহলি। ৬৮ রানের জমজমাট ওপেনিং পার্টনারশিপে ভর করে শুরুতেই পাঞ্জাবের ওপর চাপ তৈরি করে বিরাটের দল। ৪০ রান দেবদত্ত পাড়িক্কলের। ২৫ রান করলেন বিরাট কোহলি। 

তবে এদিনও বিরাটের দলের মিডল অর্ডারে কাঁপুনি ধরেছিল। অবস্থা সামাল দিলেন ম্যাক্সওয়েল। এবারের টুর্নামেন্টে যেন এক অন্য ম্যাক্সিকে দেখা যাচ্ছে মাঠে। ৩৩ বলে ৫৭ রানের ইনিংস যেমন আরসিবিকে ১৫০ রানের গন্ডি পার করাল তেমনই মিডল অর্ডারের ব্যর্থতার ধাক্কা সামলে দিল। পাঞ্জাব কিংসের হয়ে তিনটি করে উইকেট নিলেম মোহম্মদ সামি ও মোজেস এনরিকেজ।

১৬৫ রান করলে ম্যাচ জেতা যাবে। সঙ্গে প্লে-অফএর দরজার খুব কাছে পৌঁছনো যাবে। এটাই ছিল পাঞ্জাবের লক্ষ্য। কিন্তু লোকেশ রাহুল ও তার সঙ্গী ওপেনার মায়াঙ্ক আগারওয়াল ছাড়া এই লক্ষ্যটা দলের অন্য কেউ খুব একটা জানেন বলে মনে হল না। রাহুল-মায়াঙ্কের ৯১ রানের পার্টনারশিপ থামতেই সেই এক ছবি। দায়িত্বজ্ঞানহীন পাঞ্জাবের ব্যাটিং বিরাট কোহলিদের কাজটা সহজ করে দিল। রাহুল করলেন ৩৯ রান। ৫৭ রানের ঝকঝকে ইনিংস মায়াঙ্কের। বাকিদের কথা যত না বলা যায় ততই ভালো।

প্রতিপক্ষের দুর্বল জায়গায় হাত দিয়ে ম্যাচের রাশ নিজেদের হাতে নিয়ে নিলেন চাহাল। ৪ ওভারে ২৯ রান দিয়ে তিন উইকেট ভারতীয় লেগ স্পিনারের ঝুলিতে। রাহুলের গুরুত্বপূর্ণ উইকেটটা নিলেন শাহবাজ। আরেকটি উইকেট গার্টনের। ২০ ওভারে পাঞ্জাবের ইনিংস থামল ১৫৮ রানে। হার ৬ রানে। আবার তীরে এসে তরী ডোবার গল্প।

প্লে-অফের টিকিট পাওয়ার দৌড়ে থাকা পাঞ্জাবের সামনে থেকে সুযোগ চলে গেল। হাতে আর একটা ম্যাচ। সেটা জিতলেও ১২ পয়েন্টে পৌঁছাতে পারবে তারা। অন্যদিকে, রাজস্থান আর মুম্বাইয়ের সামনে এখনও সুযোগ আছে ১৪ পয়েন্টে পৌঁছে প্লে-অফের দরজা খুলে ফেলার। তাই রাহুলদের অভিযান এবারের মতো শেষ ধরে নেওয়াই যায়। অন্য দিকে বিরাটের সামনে প্রথমবার ট্রফি জয়ের হাতছানি।

শেয়ার করুন