১৮ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার, ১১:৪৩:০৮ অপরাহ্ন
শিরোনাম :
দেশের প্রধান দুই শত্রু বিএনপি আর ডেঙ্গু: ওবায়দুল কাদের মিয়ানমারের নাগরিকের সহযোগিতায় মানব পাচার পাকুন্দিয়া প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী দেশবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন নবাব আলী হাসিব খান বানভাসি মানুষের পাশে মুগদা থানা ইমাম উলামা পরিষদের পক্ষ থেকে সেক্রেটারি মুফতি শফিকুল ইসলাম মাজহারীর নগদ অর্থ বিতরণ আদালত কর্তৃক উজ্জ্বল মিয়াজী হত্যা মামলার ৪ আসামির জামিন আবারও না মঞ্জুর ৩ জেলায় উজ্জ্বল মিয়াজী হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ নৌ পুলিশ ও ডাকাতদলের মধ্যে গোলাগুলির আহত ৪, আটক ১ ব্যবসায়ী উজ্জ্বল মিয়াজী হত্যাকান্ডে জড়িতরা প্রশাসনের নাকের ডগায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে বাবলা ডাকাত ও কবিরখালাশীকে ধরিয়ে দিতে পারলে ২ লাখ টাকা পুরস্কার


‘ব্রাহ্মণবাড়িয়ার প্রশাসন চলে হেফাজত নেতাদের কথায়’
ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ০৮-১০-২০২১
‘ব্রাহ্মণবাড়িয়ার প্রশাসন চলে হেফাজত নেতাদের কথায়’


ব্রাহ্মণবাড়িয়ার সদর আসনের সংসদ সদস্য ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরী বলেছেন, ‘ব্রাহ্মণবাড়িয়ার প্রশাসন চলে হেফাজত নেতাদের কথায়। পুলিশ আসামি ধরে, ছাড়ে তাদের নির্দেশে।’

বৃহস্পতিবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার স্থানীয় শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্ত্বরে জাতীয় শ্রমিক লীগ, ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার দ্বি-বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। জেলা শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলাউদ্দিন আলালের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি মোকতাদির চৌধুরী আরো বলেন, ‘ব্রাহ্মণবাড়িয়ার প্রশাসন হলো হেফাজতের দাস। হেফাজতের ইচ্ছায় চলে প্রশাসন। কাকে ছাড়বে কাকে ধরবে সেটা পুলিশকে নির্দেশ করে হেফাজত। তবে হেফাজতিরা মিথ্যাবাদী। তারা বঙ্গবন্ধুর শাহাদাত্ বার্ষিকী পালন করে সেটা ভালো কথা। কিন্তু পাঁচ হাজার কোরআন খতম দেওয়ার বিষয়টি একেবারে মিথ্যা।’

তিনি আরো বলেন, ‘বঙ্গবন্ধুর ম্যুরাল যখন ভাংচুর করা হয়, তখন আমি একজন হেফাজত নেতাকে বিষয়টি জানিয়েছিলাম। কিন্তু তারা যদি চাইতো, মুফতি মোবারক উল্লাহ, সাজিদুর রহমানরা যদি চাইতো তাহলে বঙ্গবন্ধুর ম্যুরাল ভাংচুর হতোনা। শ্রমিকলীগের দ্বি-বার্ষিক সম্মেলনে এতো নেতা আসলেন, ওইদিন আপনারা কোথায় ছিলেন? তাই এসব শ্লোগান দিয়ে কোনো লাভ নাই।’

শেয়ার করুন