২৯ এপ্রিল ২০২৪, সোমবার, ১২:০১:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশের প্রধান দুই শত্রু বিএনপি আর ডেঙ্গু: ওবায়দুল কাদের মিয়ানমারের নাগরিকের সহযোগিতায় মানব পাচার পাকুন্দিয়া প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী দেশবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন নবাব আলী হাসিব খান বানভাসি মানুষের পাশে মুগদা থানা ইমাম উলামা পরিষদের পক্ষ থেকে সেক্রেটারি মুফতি শফিকুল ইসলাম মাজহারীর নগদ অর্থ বিতরণ আদালত কর্তৃক উজ্জ্বল মিয়াজী হত্যা মামলার ৪ আসামির জামিন আবারও না মঞ্জুর ৩ জেলায় উজ্জ্বল মিয়াজী হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ নৌ পুলিশ ও ডাকাতদলের মধ্যে গোলাগুলির আহত ৪, আটক ১ ব্যবসায়ী উজ্জ্বল মিয়াজী হত্যাকান্ডে জড়িতরা প্রশাসনের নাকের ডগায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে বাবলা ডাকাত ও কবিরখালাশীকে ধরিয়ে দিতে পারলে ২ লাখ টাকা পুরস্কার


ঈদে ঢাকা ছেড়েছেন ১ কোটি ৫ লাখ সিমধারী, ফিরেছেন ৮ লাখ
ভোরের ধ্বনি ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২৩-০৭-২০২১
ঈদে ঢাকা ছেড়েছেন ১ কোটি ৫ লাখ সিমধারী, ফিরেছেন ৮ লাখ ঈদের আগের (ইনসেটে) ও পরের চিত্র


পবিত্র ইদুল আজহা শেষে আজ লকডাউন শুরুর আগের দিন গতকাল বৃহস্পতিবার পর্যন্ত ঢাকায় ৮ লাখ ২০ হাজার মানুষ প্রবেশ করেছেন। ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার শুক্রবার বিকেলে ফেসবুকে এ তথ্য জানিয়েছেন।

ঢাকায় প্রবেশ করা মোবাইল ফোনের সিমের হিসাব থেকে এমন তথ্য পাওয়া গেছে। এতে দেখা যাচ্ছে, ঈদুল আজহার ছুটিতে ঢাকা ছেড়েছিলেন প্রায় ১ কোটি ৫ লাখ মোবাইল সিম ব্যবহারকারী। তাদের মধ্যে ৮ লাখের কিছু বেশি গ্রাহক ঈদের পরের দিন গতকাল বৃহস্পতিবার ঢাকায় ফিরেছেন।মোস্তফা জব্বার নিজের ফেসবুক পেইজে লিখেছেন, একটু আগে ঢাকা থেকে যাওয়া ও আসা সিমের হিসাব পেলাম। এই হিসাবে গ্রামীণ ফোনের সিমের হিসাব দেখানো হয়েছে ২ লাখ ২৪ হাজার ৭০৯, রবি ৩ লাখ ৮ হাজার ৪৯১, বাংলালিংক ২ লাখ ৪৮ হাজার ১৫২ এবং টেলিটক ৩৯ হাজার ১৬৪।

কোরবানির ঈদে বৃহস্পতিবার (২২ জুলাই) পর্যন্ত ১ কোটি ৪ লাখ ৯৪ হাজার ৬৮৩টি মোবাইল সিমের ব্যবহারকারী ঢাকার বাইরে গেছেন। অন্যদিকে ঈদের পরদিন ঢাকা ফিরেছেন মাত্র ৮ লাখ ২০ হাজার ৫১৬টি মোবাইল সংযোগ ব্যবহারকারী।

ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী বলেন, লকডাউন শুরু হওয়ায় একদিনে ৮ লাখ মানুষ ঢাকায় ফিরেছেন। করোনায় কি প্রভাব পড়বে সেটাও দেখার বিষয়। তবে এটি লোকজনের ঢাকার বাইরে যাওয়া ও আসার হিসাব নয়। কারণ, এক জনের অনেকগুলো সিম থাকে। আবার কোনো কোনো পরিবারের সদস্য সংখ্যা বেশি কিন্তু মোবাইল ও সিম একটা বা দুইটা।

মোস্তফা জব্বার নিজের ফেসবুক পেইজে লিখেছেন, একটু আগে ঢাকা থেকে যাওয়া ও আসা সিমের হিসাব পেলাম। এই হিসাবে গ্রামীণ ফোনের সিমের হিসাব দেখানো হয়েছে ২ লাখ ২৪ হাজার ৭০৯, রবি ৩ লাখ ৮ হাজার ৪৯১, বাংলালিংক ২ লাখ ৪৮ হাজার ১৫২ এবং টেলিটক ৩৯ হাজার ১৬৪।

কোরবানির ঈদে বৃহস্পতিবার (২২ জুলাই) পর্যন্ত ১ কোটি ৪ লাখ ৯৪ হাজার ৬৮৩টি মোবাইল সিমের ব্যবহারকারী ঢাকার বাইরে গেছেন। অন্যদিকে ঈদের পরদিন ঢাকা ফিরেছেন মাত্র ৮ লাখ ২০ হাজার ৫১৬টি মোবাইল সংযোগ ব্যবহারকারী।ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী বলেন, লকডাউন শুরু হওয়ায় একদিনে ৮ লাখ মানুষ ঢাকায় ফিরেছেন। করোনায় কি প্রভাব পড়বে সেটাও দেখার বিষয়। তবে এটি লোকজনের ঢাকার বাইরে যাওয়া ও আসার হিসাব নয়। কারণ, এক জনের অনেকগুলো সিম থাকে। আবার কোনো কোনো পরিবারের সদস্য সংখ্যা বেশি কিন্তু মোবাইল ও সিম একটা বা দুইটা।

শেয়ার করুন