ঈদে ঢাকা ছেড়েছেন ১ কোটি ৫ লাখ সিমধারী, ফিরেছেন ৮ লাখ


ভোরের ধ্বনি ডেস্ক , আপডেট করা হয়েছে : 23-07-2021

ঈদে ঢাকা ছেড়েছেন ১ কোটি ৫ লাখ সিমধারী, ফিরেছেন ৮ লাখ

পবিত্র ইদুল আজহা শেষে আজ লকডাউন শুরুর আগের দিন গতকাল বৃহস্পতিবার পর্যন্ত ঢাকায় ৮ লাখ ২০ হাজার মানুষ প্রবেশ করেছেন। ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার শুক্রবার বিকেলে ফেসবুকে এ তথ্য জানিয়েছেন।

ঢাকায় প্রবেশ করা মোবাইল ফোনের সিমের হিসাব থেকে এমন তথ্য পাওয়া গেছে। এতে দেখা যাচ্ছে, ঈদুল আজহার ছুটিতে ঢাকা ছেড়েছিলেন প্রায় ১ কোটি ৫ লাখ মোবাইল সিম ব্যবহারকারী। তাদের মধ্যে ৮ লাখের কিছু বেশি গ্রাহক ঈদের পরের দিন গতকাল বৃহস্পতিবার ঢাকায় ফিরেছেন।মোস্তফা জব্বার নিজের ফেসবুক পেইজে লিখেছেন, একটু আগে ঢাকা থেকে যাওয়া ও আসা সিমের হিসাব পেলাম। এই হিসাবে গ্রামীণ ফোনের সিমের হিসাব দেখানো হয়েছে ২ লাখ ২৪ হাজার ৭০৯, রবি ৩ লাখ ৮ হাজার ৪৯১, বাংলালিংক ২ লাখ ৪৮ হাজার ১৫২ এবং টেলিটক ৩৯ হাজার ১৬৪।

কোরবানির ঈদে বৃহস্পতিবার (২২ জুলাই) পর্যন্ত ১ কোটি ৪ লাখ ৯৪ হাজার ৬৮৩টি মোবাইল সিমের ব্যবহারকারী ঢাকার বাইরে গেছেন। অন্যদিকে ঈদের পরদিন ঢাকা ফিরেছেন মাত্র ৮ লাখ ২০ হাজার ৫১৬টি মোবাইল সংযোগ ব্যবহারকারী।

ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী বলেন, লকডাউন শুরু হওয়ায় একদিনে ৮ লাখ মানুষ ঢাকায় ফিরেছেন। করোনায় কি প্রভাব পড়বে সেটাও দেখার বিষয়। তবে এটি লোকজনের ঢাকার বাইরে যাওয়া ও আসার হিসাব নয়। কারণ, এক জনের অনেকগুলো সিম থাকে। আবার কোনো কোনো পরিবারের সদস্য সংখ্যা বেশি কিন্তু মোবাইল ও সিম একটা বা দুইটা।

মোস্তফা জব্বার নিজের ফেসবুক পেইজে লিখেছেন, একটু আগে ঢাকা থেকে যাওয়া ও আসা সিমের হিসাব পেলাম। এই হিসাবে গ্রামীণ ফোনের সিমের হিসাব দেখানো হয়েছে ২ লাখ ২৪ হাজার ৭০৯, রবি ৩ লাখ ৮ হাজার ৪৯১, বাংলালিংক ২ লাখ ৪৮ হাজার ১৫২ এবং টেলিটক ৩৯ হাজার ১৬৪।

কোরবানির ঈদে বৃহস্পতিবার (২২ জুলাই) পর্যন্ত ১ কোটি ৪ লাখ ৯৪ হাজার ৬৮৩টি মোবাইল সিমের ব্যবহারকারী ঢাকার বাইরে গেছেন। অন্যদিকে ঈদের পরদিন ঢাকা ফিরেছেন মাত্র ৮ লাখ ২০ হাজার ৫১৬টি মোবাইল সংযোগ ব্যবহারকারী।ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী বলেন, লকডাউন শুরু হওয়ায় একদিনে ৮ লাখ মানুষ ঢাকায় ফিরেছেন। করোনায় কি প্রভাব পড়বে সেটাও দেখার বিষয়। তবে এটি লোকজনের ঢাকার বাইরে যাওয়া ও আসার হিসাব নয়। কারণ, এক জনের অনেকগুলো সিম থাকে। আবার কোনো কোনো পরিবারের সদস্য সংখ্যা বেশি কিন্তু মোবাইল ও সিম একটা বা দুইটা।


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা