২৭ এপ্রিল ২০২৪, শনিবার, ০৮:১২:১৮ অপরাহ্ন
শিরোনাম :
দেশের প্রধান দুই শত্রু বিএনপি আর ডেঙ্গু: ওবায়দুল কাদের মিয়ানমারের নাগরিকের সহযোগিতায় মানব পাচার পাকুন্দিয়া প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী দেশবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন নবাব আলী হাসিব খান বানভাসি মানুষের পাশে মুগদা থানা ইমাম উলামা পরিষদের পক্ষ থেকে সেক্রেটারি মুফতি শফিকুল ইসলাম মাজহারীর নগদ অর্থ বিতরণ আদালত কর্তৃক উজ্জ্বল মিয়াজী হত্যা মামলার ৪ আসামির জামিন আবারও না মঞ্জুর ৩ জেলায় উজ্জ্বল মিয়াজী হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ নৌ পুলিশ ও ডাকাতদলের মধ্যে গোলাগুলির আহত ৪, আটক ১ ব্যবসায়ী উজ্জ্বল মিয়াজী হত্যাকান্ডে জড়িতরা প্রশাসনের নাকের ডগায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে বাবলা ডাকাত ও কবিরখালাশীকে ধরিয়ে দিতে পারলে ২ লাখ টাকা পুরস্কার


স্পট রেজিস্ট্রেশনে ষাটোর্ধ্বদের টিকা
ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ১৯-০৯-২০২১
স্পট রেজিস্ট্রেশনে ষাটোর্ধ্বদের টিকা


প্রতি সপ্তাহে একদিন ষাটোর্ধ্ব বয়সীদের বিশেষ ব্যবস্থায় করোনা টিকা দেওয়ার পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। সপ্তাহের নির্দিষ্ট ওই দিন নিবন্ধিত বা অনিবন্ধিত ৬০ বছরের বেশি বয়সীদের অগ্রাধিকার ভিত্তিতে স্পট রেজিস্ট্রেশনের মাধ্যমে টিকা দেওয়ার ব্যবস্থা করা হবে।

রবিবার সন্ধ্যায় এক ভিডিও বার্তায় এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম।

ডা. এবিএম খুরশীদ আলম বলেন, আপনারা জানেন আমাদের যে পর্যালোচনা, সেখানে আমরা দেখতে পেয়েছি ষাটোর্ধ্ব জনসংখ্যার গোষ্ঠী বেশিরভাগ ক্ষেত্রে করোনা সংক্রমিত হয়েছে এবং তাদের মধ্যে মৃত্যুর সংখ্যা বেশি। এটা মাথায় রেখেই আমরা নতুন টিকাদান পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছি। আমরা টিকা দেওয়ার সময় মাথায় রাখব যারা বয়স্ক তারা যেন অগ্রাধিকারের ভিত্তিতে এই টিকা পান।

স্বাস্থ্য মহাপরিচালক বলেন, শিশুদের টিকা দেওয়ার ব্যাপারটা নিয়ে মন্ত্রী আমাদেরকে বলেছেন। এ ব্যাপারটা নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। তবে ব্যাপারটা অত্যন্ত সংবেদনশীল। আমরা চেষ্টা করছি কীভাবে দ্রুততম সময়ে শিশুদের টিকার আওতায় আনা যায়। আপনারা জানেন আমাদের স্কুলগুলো খুলে দেওয়া হয়েছে। কাজে এ কাজটি দ্রুততম সময়ে করার জন্য আমাদের ওপর নির্দেশনা আছে। আমরা এ ব্যাপারে কাজ করে যাচ্ছি। আমরা সুনির্দিষ্ট তথ্য উপাত্তের ভিত্তিতে এ কার্যক্রম শুরু করবো।

খুরশীদ আলম আরও বলেন, আমাদের হাতে পর্যাপ্ত পরিমাণ টিকা মজুত রয়েছে। ভবিষ্যতে প্রয়োজনীয় টিকা পাওয়ার উৎস নিশ্চিত করা হয়েছে। তারই ধারাবাহিকতায় প্রতি মাসে ক্যাম্পেইনের মাধ্যমে এক কোটি টিকা দেওয়াসহ প্রায় দুই কোটির মতো টিকা দেওয়ার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। আর এজন্য মাঠ পর্যায়ের টিকাদান কর্মসূচিকে আরও কী করে বাড়ানো যায় বা সম্প্রসারণ করানো যায়, সে বিষয়ে সচেষ্ট রয়েছি।

শেয়ার করুন