২৭ এপ্রিল ২০২৪, শনিবার, ০১:০৬:২১ অপরাহ্ন
শিরোনাম :
দেশের প্রধান দুই শত্রু বিএনপি আর ডেঙ্গু: ওবায়দুল কাদের মিয়ানমারের নাগরিকের সহযোগিতায় মানব পাচার পাকুন্দিয়া প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী দেশবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন নবাব আলী হাসিব খান বানভাসি মানুষের পাশে মুগদা থানা ইমাম উলামা পরিষদের পক্ষ থেকে সেক্রেটারি মুফতি শফিকুল ইসলাম মাজহারীর নগদ অর্থ বিতরণ আদালত কর্তৃক উজ্জ্বল মিয়াজী হত্যা মামলার ৪ আসামির জামিন আবারও না মঞ্জুর ৩ জেলায় উজ্জ্বল মিয়াজী হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ নৌ পুলিশ ও ডাকাতদলের মধ্যে গোলাগুলির আহত ৪, আটক ১ ব্যবসায়ী উজ্জ্বল মিয়াজী হত্যাকান্ডে জড়িতরা প্রশাসনের নাকের ডগায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে বাবলা ডাকাত ও কবিরখালাশীকে ধরিয়ে দিতে পারলে ২ লাখ টাকা পুরস্কার


শরীয়তপুরে ৫৩ শিক্ষা প্রতিষ্ঠানে বন্যার পানি!
  • আপডেট করা হয়েছে : ০৮-০৯-২০২১
শরীয়তপুরে ৫৩ শিক্ষা প্রতিষ্ঠানে বন্যার পানি! সংগৃহীত ছবি


শরীয়তপুরে ৫৩ শিক্ষা প্রতিষ্ঠানে বন্যার পানি উঠেছে। এসব শিক্ষা প্রতিষ্ঠানের কোনো কোনোটিতে প্রায় হাঁটু সমান পানি। এতে স্কুল খোলা নিয়ে বিপাকে পড়েছেন কর্তৃপক্ষ। জেলার নড়িয়া উপজেলা ২২, জাজিরা ১৯, ভেদরগঞ্জ ৪টিতে মাঠে পানি উঠেছে। আর ৮টি শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেণি কক্ষে পানি প্রবেশ করেছে। 

জেলা শিক্ষা অফিসার মো. আবুল কালাম আজাদ এই তথ্য নিশ্চিত করেছেন। তবে তার ধারণা ১২ তারিখের আগেই পানি কমে যাবে। ফলে এসব শিক্ষা প্রতিষ্ঠান খুলতে সমস্যা হবে না।

এদিকে আজ সকাল ৬টায় শরীয়তপুরের পদ্মার পানি বিপৎসীমার ৬১ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং নদী ভাঙন অব্যাহত রয়েছে। পানিবন্ধি রয়েছেন প্রায় ৩০ হাজার মানুষ। সরকারিভাবে যে ত্রাণ সহায়তা দেওয়া হচ্ছে, তা প্রয়োজনের তুলনায় একেবারেই অপ্রতুল।

শরীয়তপুর পানি উন্নয়ন বোর্ড ও স্থানীয়রা জানান, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানি এসে পদ্মার পানি বৃদ্ধি পেয়ে নতুন নতুন এলাকায় ভাঙ্গন ও প্লাবিত হওয়ায় দিশেহারা হয়ে পড়েছে বন্যা ও ভাঙ্গন কবলিত মানুষজন। নড়িয়া–জাজিরা সড়কে পানি উঠে পড়ায় যানবাহন চলাচলে পড়তে হচ্ছে বিড়ম্বনায়।

ভাঙ্গন ঠেকাতে পদ্মা, মেঘনা ও কীর্তিনাশা নদীর ভাঙ্গন কবলিত স্থানে বালু ভর্তি জিও ব্যাগ ও জিওটিউব ফেলে ভাঙ্গন রোধের চেষ্টা চালাচ্ছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।

শেয়ার করুন