২৮ এপ্রিল ২০২৪, রবিবার, ০১:২৪:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশের প্রধান দুই শত্রু বিএনপি আর ডেঙ্গু: ওবায়দুল কাদের মিয়ানমারের নাগরিকের সহযোগিতায় মানব পাচার পাকুন্দিয়া প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী দেশবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন নবাব আলী হাসিব খান বানভাসি মানুষের পাশে মুগদা থানা ইমাম উলামা পরিষদের পক্ষ থেকে সেক্রেটারি মুফতি শফিকুল ইসলাম মাজহারীর নগদ অর্থ বিতরণ আদালত কর্তৃক উজ্জ্বল মিয়াজী হত্যা মামলার ৪ আসামির জামিন আবারও না মঞ্জুর ৩ জেলায় উজ্জ্বল মিয়াজী হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ নৌ পুলিশ ও ডাকাতদলের মধ্যে গোলাগুলির আহত ৪, আটক ১ ব্যবসায়ী উজ্জ্বল মিয়াজী হত্যাকান্ডে জড়িতরা প্রশাসনের নাকের ডগায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে বাবলা ডাকাত ও কবিরখালাশীকে ধরিয়ে দিতে পারলে ২ লাখ টাকা পুরস্কার


আইনি প্রক্রিয়ায় বঙ্গবন্ধুর ঘাতক রাশেদকে দেশে নেওয়া হবে: পররাষ্ট্রমন্ত্রী
ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২২-০৯-২০২১
আইনি প্রক্রিয়ায় বঙ্গবন্ধুর ঘাতক রাশেদকে দেশে নেওয়া হবে: পররাষ্ট্রমন্ত্রী


বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে এ মোমেন বলেছেন, চলমান আইনি প্রক্রিয়ার মধ্য দিয়েই বঙ্গবন্ধুর ঘাতক হিসেবে দণ্ডিত রাশেদ চৌধুরীকে বাংলাদেশে ফিরিয়ে তার দণ্ড কার্যকর করতে সক্ষম হবো বলে আমি সর্বান্তকরণে বিশ্বাস করি। আপনারা সবাই জানেন যুক্তরাষ্ট্রের লিগ্যাল প্রসেস সময়সাপেক্ষ। তবে এর আগেও দণ্ডিত আরেকজন ঘাতককে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে পাঠিয়ে দেয়া হয়েছিল। তাকে এয়ারপোর্ট থেকে সরাসরি কেন্দ্রীয় কারাগারে নিয়ে প্রচলিত রীতি অনুযায়ী তার বিরুদ্ধে প্রদত্ত ফাঁসির রায় কার্যকর করা হয়েছে। 

মন্ত্রী বলেন, রাশেদ চৌধুরীকেও একই পথে যেতেই হবে। আমরা যুক্তরাষ্ট্র সরকারের সাথে এ নিয়ে প্রয়োজনীয় দেন-দরবার অব্যাহত রেখেছি। 

মঙ্গলবার সন্ধ্যায় নিউইয়র্কে বাংলাদেশ প্রতিদিনের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এ সময় পররাষ্ট্রমন্ত্রী তার দীর্ঘ সাড়ে তিন দশক আমেরিকায় বসবাসের আলোকে বলেন, বাংলাদেশের বিচার ব্যবস্থা খুব কড়া এবং শাস্তিও কড়া। যুক্তরাষ্ট্রের মত বছরখানেক জেল খাটার পরই গুরুতর অপরাধীকেও প্যারলে মুক্তি দেয়া হয় না। ড. মোমেন উল্লেখ করেন, গত বছর এই দেশেও পুলিশের গুলিতে ১০০৪ জন নিহত হয়েছে। বাংলাদেশে তেমন কোন ঘটনা নেই। বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের সর্বশেষ তথ্য প্রকাশ করেছিল অধিকার ২০১৮ সালে। সে বছর ১৮ জনের মৃত্যু হয় বলে তারা অভিযোগ করেছিল। কিন্তু বাংলাদেশে বিচার বহির্ভূত হত্যার কোনো তথ্য বাস্তবে নেই। কর্তব্য পালনের সময় পুলিশ আত্মরক্ষার্থে গুলি ছুড়লেও জবাবদিহিতার ব্যবস্থা রয়েছে। কয়েক বছর আগে নারায়নগঞ্জে ৭  খুনের ঘটনায় অভিযুক্তরা যথাযথ শাস্তি পেয়েছেন। শাস্তিপ্রাপ্তদের মধ্যে কর্ণেল মর্যাদার অফিসারও রয়েছেন। অর্থাৎ বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বরদাশত করা হয় না বাংলাদেশে। 

প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফরের আলোকে দৈনন্দিন প্রেস ব্রিফিংয়ের অংশ হিসেবে লটে নিউইয়র্ক প্যালেস হোটেলে বাংলাদেশ মিশনের কন্ট্রোল রুমের এ অনুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত রাবাব ফাতিমা, প্রধানমন্ত্রীর প্রেস সেক্রেটারি এহসানুল করিম হেলাল  এবং বাংলাদেশ মিশনের ফার্স্ট সেক্রেটারি  (প্রেস) নূরএলাহী মিনাও ছিলেন।

শেয়ার করুন