২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার, ০২:০৫:২৭ অপরাহ্ন
শিরোনাম :
দেশের প্রধান দুই শত্রু বিএনপি আর ডেঙ্গু: ওবায়দুল কাদের মিয়ানমারের নাগরিকের সহযোগিতায় মানব পাচার পাকুন্দিয়া প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী দেশবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন নবাব আলী হাসিব খান বানভাসি মানুষের পাশে মুগদা থানা ইমাম উলামা পরিষদের পক্ষ থেকে সেক্রেটারি মুফতি শফিকুল ইসলাম মাজহারীর নগদ অর্থ বিতরণ আদালত কর্তৃক উজ্জ্বল মিয়াজী হত্যা মামলার ৪ আসামির জামিন আবারও না মঞ্জুর ৩ জেলায় উজ্জ্বল মিয়াজী হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ নৌ পুলিশ ও ডাকাতদলের মধ্যে গোলাগুলির আহত ৪, আটক ১ ব্যবসায়ী উজ্জ্বল মিয়াজী হত্যাকান্ডে জড়িতরা প্রশাসনের নাকের ডগায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে বাবলা ডাকাত ও কবিরখালাশীকে ধরিয়ে দিতে পারলে ২ লাখ টাকা পুরস্কার


কাশ্মীর প্রিমিয়ার লিগের শিরোপা জিতল আফ্রিদির দল
ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ১৮-০৮-২০২১
কাশ্মীর প্রিমিয়ার লিগের শিরোপা জিতল আফ্রিদির দল ফাইল ছবি


 পাকিস্তানে অনুষ্ঠিত কাশ্মীর প্রিমিয়ার লিগের (কেপিএল) শিরোপা জিতেছে শহীদ আফ্রিদির দল রাওয়ালকোট হকস। মুজাফফরবাদ স্টেডিয়ামে টুর্নামেন্টর ফাইনালে মোহাম্মদ হাফিজের মুজাফফরবাদ টাইগারকে ৭ রানে পরাজিত করে আফ্রিদির দল।

এর আগে টসে হেরে আগে ব্যাট করে ৭ উইকেটে ১৬৯ রান সংগ্রহ করে রাওয়ালকোট। ২৮ বলে ৫৪ রানের ইনিংস খেলেন কাশিফ আলি। এছাড়াও বিসমিল্লাহ খান ১৯ বলে ৩০ রান করেন। ব্যাট হাতে নামা হয়নি আফ্রিদির। এর জবাবে মুজাফফরবাদের পক্ষে মোহাম্মদ হাফিজ ও উসামা মীর ২টি করে উইকেট নেন। এছাড়া আরশাদ ইকবাল ও মোহাম্মদ ওয়াসিম একটি করে উইকেট শিকার করেন।
১৭০ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ভালো সূচনা করে মোজাফফরবাদ টাইগার। উদ্বোধনী জুটিতে ৫৪ রান তোলেন মোহাম্মদ হাফিজ ও জিসান আশরাফ। ২১ বলে ২৯ রান করে হাফিজ ফিরলে ভাঙে জুটি। দলীয় ৮৮ রানে দারুণ ব্যাটিং করা জিসানকে (৪৬) ফিরিয়ে ম্যাচ ঘুরিয়ে দেন আফ্রিদি। পরের ওভারেই ফেরান শোয়েব মাকসুদকে।

একের পর এক উইকেট হারাতে থাকে মুজাফফরবাদ। শেষদিকে মোহাম্মদ ওয়াসিমের ১২ বলে ২২ রানে আবার ঘুরে দাঁড়ায় টাইগাররা। শেষ ওভারে ১০ রানের প্রয়োজন হলেও নিতে পারেনি হাফিজের দল। আসিফ আফ্রিদির দুর্দান্ত বোলিংয়ে শেষ ওভারে মাত্র ২ রান নিতে সক্ষম হয়। ফলে ৭ রানের জয় পায় রাওয়ালকোট হকস। ম্যাচ সেরা হয়েছেন আসিফ আফ্রিদি।

শেয়ার করুন