<p><br></p>
১২ নভেম্বর ২০২৫, বুধবার, ০৫:০২:২৫ অপরাহ্ন
শিরোনাম :
অন্দরের ঘটনা ফাঁস করলেন শেহনাজ গিল ৩৩৮ করে বড় লিডের পথে বাংলাদেশ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি, যা জাতির জন্য ঐতিহাসিক মুহূর্ত হবে বিপুল পরিমাণ জাল টাকা জব্দসহ জালনোট কারবারী চক্রের সদস্যদের গ্রেফতার করেছে র‍্যাব-৩ আনুমানিক ০৩ লক্ষ ৩০ হাজার টাকা মূল্যের ১১ কেজি গাঁজাসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০ বগুড়া শেরপুরে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে ছাগল ও উপকরণ বিতরণ জয়পুরহাটে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার. নেতানিয়াহুর ঘনিষ্ঠ উপদেষ্টার পদত্যাগ শুটিংয়ে ফিরলেন স্পর্শিয়া ট্যারিফ কমিশনের চেয়ারম্যান মইনুল খান পদত্যাগ করলেন


হাসিনাকে নিয়ে মীর স্নিগ্ধর পোস্টের জবাবে যা বললেন শাওন
নিজস্ব প্রতিবেদক
  • আপডেট করা হয়েছে : ১২-১১-২০২৫
হাসিনাকে নিয়ে মীর স্নিগ্ধর পোস্টের জবাবে যা বললেন শাওন


বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জুলাই অভ্যুত্থানে শহীদ মীর মাহফুজুর রহমানের (মুগ্ধযমজ ভাই মীর মাহবুবুর রহমান (স্নিগ্ধবলেছেন, ফ্যাসিস্ট দলের প্রধান শেখ হাসিনাকে ফাঁসিতে না ঝোলানো পর্যন্ত তার নাম মাথায় ঘুরবে। মঙ্গলবার (১১ নভেম্বরসামাজিক মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি  মন্তব্য করেন।

কিন্তু এমন মন্তব্যের পরপরই এটিকে অন্যের দ্বারা লেখা স্ক্রিপ্ট বলে মনে করেন ঢালিউড অভিনেত্রী মেহের আফরোজ শাওন। স্নিগ্ধর স্ট্যাটাসটির স্ক্রিনশট শেয়ার করে সামাজিক মাধ্যম ফেসবুকে পাল্টা পোস্টে অভিনেত্রী বলেনআপনার স্ক্রিপ্ট কে লিখে দেয় ভাইয়াঅতিদ্রুত তাকে বদলে একজন ভালো স্ক্রিপ্টরাইটার নিয়োগ দিনপ্লিজ।

এই স্ক্রিপ্ট ‘লিটনের ফ্ল্যাট’-এর রচয়িতার চেয়েও খারাপ হয়েছে বলে উল্লেখ্য করেন মেহের আফরোজ শাওন।

এর আগে মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ এক বক্তব্যে আপসহীন নেত্রী শেখ বলার পরেই আপসহীন নেত্রী খালেদা জিয়া বলেন।  নিয়ে সামাজিক মাধ্যমের নেটিজেনরা বলছেনতার সেই বক্তব্যের ব্যাখ্যাই এই স্ট্যাটাস।

সদ্য বিএনপির রাজনীতিতে যুক্ত মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ লিখেছেনঅন্তরে ঘৃণা নিয়ে যে নামটির জন্ম হয়েছেসেটি হলো শেখ হাসিনার নাম। এটা শুধু আমার নয়বরং বাংলাদেশের সব সাধারণ মানুষেরবিগত ১৬ বছরে অত্যাচারিত হয়েছে— এমন সব পরিবারের।

তিনি বলেন, যতদিন পর্যন্ত এই খুনি হাসিনাকে ফিরিয়ে এনে দেশের মাটিতে ফাঁসির দড়িতে না ঝোলানো হচ্ছেততদিন সকাল-বিকালসজ্ঞানে কিংবা ঘুমের স্বপ্নেও এই হাসিনার নাম মাথায় ঘুরবে।

তিনি আরও বলেনযতবার এই নাম মুখে আসেমনে রাখবেনতা কেবল ঘৃণা থেকেই আসে। এই খুনি শেখ হাসিনা যতদিন ফাঁসির দড়িতে না ঝুলছেততদিন শান্তি নেই। শেখ শেখ মুখ দিয়ে বের হবেই যতদিন পর্যন্ত না ফাঁসিতে ঝোলানো হচ্ছে এই স্বৈরাচার শেখ হাসিনাকে বলেও জানান মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ।

শেয়ার করুন