<p><br></p>
১১ নভেম্বর ২০২৫, মঙ্গলবার, ০৭:২২:৩৫ অপরাহ্ন


হাসপাতাল ছাড়লেন ক্যাটরিনা
নিজস্ব প্রতিবেদক
  • আপডেট করা হয়েছে : ১১-১১-২০২৫
হাসপাতাল ছাড়লেন ক্যাটরিনা


বলিউডের তারকা দম্পতি ভিকি কৌশল ক্যাটরিনা কাইফের ঘরে এসেছে নতুন অতিথি। শুক্রবার ( নভেম্বর) সকালে প্রথম সন্তানের জন্ম দেন ক্যাটরিনা। সপ্তাহজুড়ে শুভেচ্ছার জোয়ারে ভেসেছেন এই তারকা দম্পতি। অবশেষে সোমবার (১০ নভেম্বর) বিকেলে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন অভিনেত্রী।

সেই গাড়িতে করেই সদ্যোজাতকে নিয়ে হাসপাতাল থেকে বের হতে দেখা যায় ভিকি-ক্যাটরিনাকে। 

এদিকে আগাম খবর পেয়ে সদ্যোজাতকে একঝলক দেখার আশায় হাসপাতালের বাইরে ভিড় জমিয়েছিলেন উৎসুক অনুরাগীরা। তবে জড়ো হওয়াই সার! কালো কাচের মহিমায় সদ্যোজাত তো দূরঅস্ত ভিকি-ক্যাটরিনার মুখ পর্যন্ত দেখার সুযোগ পেলেন না তারা। সেই ক্যামেরাবন্দি মুহূর্তও ইতিমধ্যে ভাইরাল নেটভুবনে।

ঘনিষ্ঠ সূত্রে খবর, হাসপাতাল থেকে ছাড়া পেয়ে সদ্যোজাতকে নিয়ে জুহুর সমুদ্রমুখী বাংলোর উদ্দেশে রওনা হয়েছেন তারকাদম্পতি। যেখানে সুখের সংসার সাজিয়েছেন ভিকি-ক্যাটরিনা।

শুক্রবার সকাল ৮টা ২৩ মিনিটে পুত্রসন্তানের জন্ম দেন ক্যাটরিনা কাইফ। জ্যোতিষ মতে, রোহিণী নক্ষত্রে জন্ম নেওয়া এই শিশুর ভাগ্যও নাকি উজ্জ্বল হতে পারে ভবিষ্যতে।

এর আগেওমমন্ত্রোচ্চারণ করে প্রেগন্যান্সির খবর জানিয়েছিলেন ক্যাটরিনা। সন্তানের জন্মের সুখবর জানাতেও ভিকি-ক্যাটরিনা সেইওমমন্ত্রই স্মরণ করেন। বলিউডজুড়ে আলোচনায় এসেছে ভিকি কৌশলের আধ্যাত্মিক বিশ্বাস শিবভক্তির প্রসঙ্গ।

শেয়ার করুন