<p><br></p>
১১ নভেম্বর ২০২৫, মঙ্গলবার, ০৪:৪৭:২৪ অপরাহ্ন


স্থগিত হলো এএফসি সভাপতির বাংলাদেশ সফর
স্পোর্টস ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ১১-১১-২০২৫
স্থগিত হলো এএফসি সভাপতির বাংলাদেশ সফর


এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) সভাপতি সালমান বিন ইব্রাহিম আল খলিফার ২৩ নভেম্বর ঢাকায় আসার কথা থাকলেও তার সফর হঠাৎ স্থগিত করা হয়েছে। বাফুফে (বাংলাদেশ ফুটবল ফেডারেশন) ইতোমধ্যেই তার চার দিনের সফরসূচির খসড়া তৈরি করেছিল। তবে রোববার রাতে এএফসি আনুষ্ঠানিকভাবে জানায়, সভাপতি ব্যক্তিগত কারণে এই সফর স্থগিত করেছেন।

জানা গেছে, এএফসি সভাপতি বর্তমানে পাকিস্তান সফরে রয়েছেন। সেখান থেকে সরাসরি বাংলাদেশে আসার পরিকল্পনা ছিল তার। কিন্তু ব্যক্তিগত কারণেই তিনি এই সফর বাতিল করেন।

ঢাকায় এসে তিনি প্রথম দিন সাফ (দক্ষিণ এশিয়ান ফুটবল ফেডারেশন) কার্যালয়ে সময় কাটানোর কথা ছিল। এরপর বাফুফে আয়োজিত বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার পরিকল্পনা ছিলএর মধ্যে জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকা এবং যশোরের শামসুল হুদা ফুটবল একাডেমি পরিদর্শনও অন্তর্ভুক্ত ছিল। তার সফর স্থগিত হওয়ায় বাংলাদেশের ফুটবল উন্নয়ন নিয়ে এএফসির সহায়তা চাওয়ার যে উদ্যোগ ছিল, তাও আপাতত স্থগিত হয়ে গেল।

এএফসি সভাপতির আগমন উপলক্ষে সাফ নতুন লোগো উন্মোচনেরও পরিকল্পনা করেছিল। কিন্তু সফর বাতিল হওয়ায় সেই পরিকল্পনাও এখন অনিশ্চয়তার মধ্যে পড়েছে। সাফের সাধারণ সম্পাদক পুরুষোত্তম ক্যাটেল বলেন, ‘আমরা এখনো আনুষ্ঠানিকভাবে সভাপতির সফর স্থগিতের বিষয়টি জানিনি। যদি তিনি না আসেন, তাহলে সাফ সভাপতি নির্বাহী কমিটি পরবর্তী সিদ্ধান্ত নেবেলোগো পরিবর্তন এখন করবে কি পরে, তা তখন নির্ধারণ করা হবে।

শেয়ার করুন