<p><br></p>
১১ নভেম্বর ২০২৫, মঙ্গলবার, ০৪:২২:৪১ অপরাহ্ন


আবহাওয়ার খবর: ১১ নভেম্বর ২০২৫
নিজস্ব প্রতিবেদক
  • আপডেট করা হয়েছে : ১১-১১-২০২৫
আবহাওয়ার খবর: ১১ নভেম্বর ২০২৫


রাজধানী ঢাকা এর আশপাশের এলাকার আকাশ আজ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে তাপমাত্রা নিয়ে নতুন তথ্য দিয়েছে সংস্থাটি।

মঙ্গলবার (১১ নভেম্বর) সন্ধ্যা ৬টা পর্যন্ত দেওয়া পূর্বাভাসে তথ্য জানানো হয়েছে। 

এতে বলা হয়েছে, আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। সময় আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। পাশাপাশি উত্তর বা উত্তরপশ্চিম দিক থেকে ঘণ্টায় থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

তবে দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এদিকে সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২১ দশমিক ডিগ্রি সেলসিয়াস। সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৬৭ শতাংশ। 

আবহাওয়া অধিদপ্তর আরও জানায়, গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ দশমিক ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২১ দশমিক ডিগ্রি সেলসিয়াস। ছাড়া আজকের সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ১৪ মিনিটে এবং আগামীকালের সূর্যোদয় ভোর ৬টা ১২ মিনিটে।

শেয়ার করুন