<p><br></p>
১০ নভেম্বর ২০২৫, সোমবার, ০৯:২৫:৫২ অপরাহ্ন


স্বর্ণের দাম: ১০ নভেম্বর ২০২৫
নিজস্ব প্রতিবেদক
  • আপডেট করা হয়েছে : ১০-১১-২০২৫
স্বর্ণের দাম: ১০ নভেম্বর ২০২৫


বিশ্ববাজারে স্বর্ণের দাম বাড়ার প্রভাব দেশের বাজারেও পড়েছে। গত নভেম্বর হাজার ৬৮০ টাকা বাড়িয়ে লাখ হাজার ৭৭৬ টাকা স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সমন্বিত ওই দামেই সোমবার (১০ নভেম্বর) স্বর্ণ বিক্রি হবে।

সবশেষ বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। রোববার ( নভেম্বর) থেকে সমন্বয় করা হয় এই দাম।    

নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণ কিনতে হবে লাখ হাজার ৭৭৬ টাকায়। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ লাখ ৯২ হাজার ৫৯৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি লাখ ৬৫ হাজার ৮১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম লাখ ৩৭ হাজার ১৮০ টাকা নির্ধারণ করা হয়েছে।  

স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে সরকার-নির্ধারিত শতাংশ ভ্যাট বাজুস-নির্ধারিত ন্যূনতম মজুরি শতাংশ যুক্ত করতে হবে বলে জানিয়েছে বাজুস। তবে গহনার ডিজাইন মানভেদে মজুরির তারতম্য হতে পারে।

স্বর্ণের দাম বাড়লেও দেশের বাজারে অপরিবর্তিত আছে রুপার দাম। ২২ ক্যারেটের এক ভরি রুপা বিক্রি হচ্ছে হাজার ২৪৬ টাকায়। ২১ ক্যারেটের প্রতি ভরি হাজার ৪৭ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি হাজার ৪৭৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে হাজার ৬০১ টাকায়।

শেয়ার করুন